‘৩০ জুন পর্যন্ত..,’ রাজ্যের আর্জিতেই সায়! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ নির্মাণ নিয়ে সর্বদাই কড়া অবস্থানে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সেই সংক্রান্ত এক মামলাতেই ফের বড় নির্দেশ দিল হাইকোর্ট। গত বছর জানুয়ারি মাসে দিঘার ঢেউ সাগর পার্কের (Digha Dhew Sagar Park) অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

বড় নির্দেশ হাইকোর্টের-Calcutta High Court

গত জানুয়ারিতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে ওই নির্দেশ কার্যকর করতে হবে। আসলে দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নিউদিঘায় ঢেউ সাগর তৈরি করা হয়েছে। বর্তমানে সেখানেই ভিড় জমাচ্ছেন মানুষ। এদিকে এই নিয়ে উপকূল বিধি ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় পরিবেশ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

মামলায় পরিবেশ আদালতের নির্দেশ ছিল, ৩ মাসের মধ্যে দিঘার ঢেউ সাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে এলাকাটিকে পূর্বের রূপ দিতে হবে। এদিকে পরিবেশ আদালতের ওই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের যায় রাজ্য সরকার। সেই মামলাতেই এবার এল স্থগিতাদেশ।

শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে। সেখানেই পরিবেশ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি। আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। পরে এই নিয়ে আদালত ঠিক কি অবস্থান নেয় সেটাই দেখার।

Calcutta High Court

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলের পর চাপে মধ্যশিক্ষা পর্ষদ! এবার বড় পদক্ষেপ নিলেন প্রধান শিক্ষকরা

প্রসঙ্গত, ২০২০ সালে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ‘ঢেউ সাগর’ নির্মাণের কাজ শুরু করে। যার অন্যতম আকর্ষণ হল থিম পার্ক, ঢেউ সাগরের মধ্যে বিভিন্ন রাইড। যা নিয়ে পর্যটকদের উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। তবে এরই মধ্যে পরিবেশ আদালতের নির্দেশের জেরে পর্যটকদের আনন্দে ভাটা পড়েছিল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X