ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট? অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল। ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ব্রেকিং ভোটে জিতেছিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। পরবর্তীতে এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত।

কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির বাজি ছিল অভিজিৎ দাস (ববি)। কিন্তু তৃণমূল সেনাপতি তাঁকে হেলায় হারিয়ে দেন। অভিষেক যেখানে প্রায় ১০ লক্ষ ৪৮ হাজার ভোট পেয়েছিলেন। সেখানে ববির ঝুলিতে ছিল ৩ লক্ষ ৩৭ হাজার মতো ভোট। এরপরেই আদালতের দ্বারস্থ হয় পদ্ম শিবির।

অবশেষে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। সেই মামলা দায়ের করেছিলেন চব্বিশের লোকসভা ভোটের ডায়মন্ড হারবারের পদ্ম প্রার্থী ববি। মঙ্গলবার সেই মামলাতেই বড় নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুনঃ SSC রায়ের জের! বাতিল হয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সব খাতা? নতুন করে হবে পরীক্ষা? জানুন

নির্বাচন কমিশন (Election Commission) ও ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে হাইকোর্টের নির্দেশ, ভোটের সঙ্গে যুক্ত সকল তথ্য, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৫ মে মামলার পরবর্তী শুনানি।

Calcutta High Court

ববির (Abhijit Das Bobby) তরফ থেকে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘ওই কেন্দ্রের ভোটে যেভাবে কারচুপি হয়েছে, আদালতের নির্দেশে সেগুলির প্রমাণ সামনে আসবে বলে আমরা আশাবাদী’।

উল্লেখ্য, বঙ্গ রাজনীতি তো বটেই, বিগত কয়েক বছরে জাতীয় রাজনীতিরও পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। চব্বিশের লোকসভা ভোটে পাহাড়সম ব্যবধানে সেই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল সেনাপতি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে নির্বাচনী মামলা দায়ের করেন বিজেপি প্রার্থী ববি। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X