তিন জেলায় রমরমিয়ে ভেজাল তেলের বেআইনি ব্যবসা! এবার চরম নির্দেশ হাই কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে মধ্যবিত্তের পকেটকে কিছুটা স্বস্তি দিয়ে জ্বালানির দাম কমেছিল। তবে ভোট মিটতেই ফের দাম বেড়েছে। যে কারণে পকেটে চাপ পড়েছে অনেকের। সাধারণ মানুষের একাংশের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই আবহে নয়া সমস্যা হিসেবে দেখা দিয়েছে ভেজাল তেলের বেআইনি ব্যবসা। এবার এই নিয়ে মামলা হতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

ভেজাল তেলের বেআইনি ব্যবসা নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের (Calcutta High Court)

অভিযোগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লাগামছাড়াভাবে ভেজাল তেলের বেআইনি (Cut Oil Business) ব্যবসা হচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) ডিভিশন বেঞ্চ।

হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ, তিন জেলার জেলাশাসকদের একটি বিশেষ টিম তৈরি করে অবিলম্বে কাটা তেলের এই বেআইনি ব্যবসা বন্ধ করতে হবে। ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে।সেদিন উক্ত তিন জেলাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘সমস্যাটা..,’ দিঘায় এগোবে না জগন্নাথের রথ? জনস্বার্থ মামলায় বিরাট নির্দেশ হাই কোর্টের

এদিকে মামলাকারী অভিযোগ করেছিলেন, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জাতীয় সড়কের পাশে তো বটেই নানান এলাকায় রমরমিয়ে কাটা তেল বিক্রি হচ্ছে। পেট্রোল, ডিজেলের সঙ্গে কেরোসিন ও অন্যান্য তেল মিশিয়ে কাটা তেল বানানো হচ্ছে। এরপর তা বিক্রি করা হচ্ছে। প্রশাসন সম্পূর্ণ বিষয়ে ওয়াকিবহাল হলেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।

Calcutta High Court

রাজ্যের তরফ থেকে এই প্রেক্ষিতে দাবি করা হয়, যে সকল জায়গা পেট্রোল পাম্প থেকে বহু দূরে, সেখানকার মানুষরা ছোট ছোট বোতলে পেট্রোল ভরে বিক্রি করেন। এটা বিচ্ছিন্ন ঘটনা। যদিও মামলাকারী এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে রাজি নন। কারণ উক্ত তিন জেলায় লিটার লিটার তেল বিক্রি হচ্ছে। দেদার বেআইনি ব্যবসা চলছে বলে দাবি করেছেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর