‘নজরদারি কোথায়?’ বেআইনি নির্মাণ নিয়ে ‘ক্ষুব্ধ’! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ বাঘাযতীন কাণ্ডের পর ফের শিরোনামে উঠে এসেছে শহর কলকাতার বেআইনি নির্মাণ (Illegal Construction)। মঙ্গলবার দুপুরে কার্যত তাসের ঘরের হেলে পড়ে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির একটি আবাসন। সেই আবহেই এবার অবৈধ নির্মাণ নিয়ে বিরাট মন্তব্য করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এদিন (Justice TS Sivagnanam) বলেন, ‘পশ্চিমবঙ্গে বহুতল ভেঙে পড়া এখন খুবই সাধারণ ঘটনা হয়ে গিয়েছে’।

প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট (Calcutta High Court)!

দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার একটি অবৈধ নির্মাণ নিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল। সেখানে অবৈধভাবে একটি লাইব্রেরি তৈরির অভিযোগ রয়েছে। সেই মামলার শুনানিতেই প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল আদালত। সেই সঙ্গেই ভর্ৎসনার মুখে পড়েছে পুরসভা ও পঞ্চায়েত।

বুধবার হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি বলেন, ‘পশ্চিমবঙ্গে বহুতল ভেঙে পড়া এখন খুবই সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। আজকেও দেখলাম একটি বহুতল ভেঙে পড়ছে। নজরদারির অভাব রয়েছে’। বাঘাযতীনে চারতলা বিল্ডিংয়ের হেলে পড়া নিয়ে চর্চার মাঝে উচ্চ আদালতের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও আদালতের তরফ থেকে এদিন সরাসরি বাঘাযতীন কাণ্ডের কথা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে চলছে DA মামলা! এরই মাঝে যা করলেন সরকারি কর্মীরা, চরম বিপাকে সরকার

এদিন জলাশয় বন্ধ করে একের পর এক নির্মাণের অভিযোগ নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। প্রশাসনের উদ্দেশে আদালতের প্রশ্ন, ‘নির্মাণের ওপর নজরদারি কোথায়? অবৈধভাবে জলাশয় বুজিয়ে তার ওপর নির্মাণ হচ্ছে। এরপরেও প্রশাসন চুপ? এলাকায় কোনও নির্মাণ হলে পুরসভা ও পঞ্চায়েতের সেটা পরিদর্শন করা উচিত। কীভাবে বহুতল গড়ে উঠছে সেটা তাদেরই দেখা উচিত’।

Calcutta High Court

এরপরেই হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানায়, যে কোনও বহুতল নির্মাণের সঠিন প্ল্যানিং দরকার। বিল্ডিং প্ল্যান না থাকলে সম্পূর্ণ নির্মাণকে অবৈধ ঘোষণা করতে হবে বলে জানায় আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘বিল্ডিং প্ল্যান অনুসারে নির্মাণ করা দরকার। বিল্ডিং প্ল্যান যদি না থাকে তাহলে সম্পূর্ণ নির্মাণকেই অবৈধ বলে ঘোষণা করতে হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর