‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন..,’ বিরাট রায় হাইকোর্টের, সমস্যায় পড়বেন হাজার হাজার মানুষ

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ (Illegal Construction) নিয়ে সর্বদাই কড়া অবস্থানে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর এবার আরও কঠোর সিদ্ধান্ত। অবৈধ নির্মাণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। সমস্যার গোড়ায় পৌঁছতে আস্ত একটা টিম গড়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

অবৈধ নির্মাণে নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)

শহরের একাধিক প্রান্তে বেআইনি নির্মাণের নিদর্শন হামেশাই মেলে। কোথাও কোথাও আবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দুর্ঘটনাও ঘটেছে বারে বারে। এবার মহানগরীর বুকে দীর্ঘদিন ধরে চলে আসা বেআইনি নির্মাণে রাশ টানতে অ্যাকশন হাইকোর্ট। ইতিমধ্যেই এই নিয়ে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা।

বিগত সময়ে বহু জায়গায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। আগামী দিনে যাতে এই কাজ আর না হয় সেই লক্ষ্যে বড় নির্দেশ হাইকোর্টের। কলকাতায় সব মিলিয়ে অন্তত ৫৫০টি বেআইনি নির্মাণ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যেগুলি সবই করা হয়েছে জলাভূমি বুজিয়ে। এই সমস্ত জায়গায় এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, আগেই এই জায়গাগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই কাজ করতে সক্ষম হয়নি সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল। তাদের যুক্তি ছিল, সমস্ত বেআইনি নির্মাণ চিহ্নিত করা যায়নি। তাই পদক্ষেপ করা সম্ভব হয়নি। এই সমস্যা সমাধানেই এবার বিশেষ দল গঠন করতে বলেছে আদালত।

High Court

আরও পড়ুন: হঠাৎ বন্ধ করা হল এই সুবিধা! পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর, জারি বিজ্ঞপ্তি

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ, সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ খুঁজে বের করবে। তারপর এক এক করে প্রতিটি জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর