বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে উত্তাল রাজ্য। এখনও শান্ত হয়নি পরিস্থিতি। জল গড়িয়েছে আদালত অবধি। এরই মধ্যে রাজ্যের অন্যতম এই বিশ্ববিদ্যালয় নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। আদালতের নির্দেশ ছাড়া আপাতত এই বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রাজনৈতিক সংগঠন কোনো কর্মসূচি করতে পারবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপির এক ছাত্র সংগঠনের করা মামলায় এদিন এই নির্দেশ এসেছে।
আর কী নির্দেশ দিল হাইকোর্ট? Calcutta High Court
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরেমিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাতে বিজেপিকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, যাদবপুর থানার আগেই মিছিল শেষ করতে হবে। নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে।
আদালতের নির্দেশ, বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ১০০ মিটার দূরেই মিছিল শেষ করতে হবে। সর্বমোট ৭৫০ জনের জমায়েত করা যাবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মিছিল করা যাবে। সমস্ত বিধি নিষেধ মেনে ওই মিছিল করতে হবে।
আপাতত আদালতের অনুমতি ছাড়া ওই চত্বরে কেউ কর্মসূচি করতে পারবে না বলে জানিয়েছে আদালত। সংশ্লিষ্ট থানা আইনশৃঙ্খলার বিষয়টি দেখার নির্দেশ দেওয়ার পাশাপাশি আয়োজকদেরও পরিস্থিতি নজরে রাখতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কালীঘাটের কাকু! নিয়োগ দুর্নীতিতে বড় খবর! CBI চার্জশিটে তোলপাড়
আদালত জানিয়েছে, আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রাজনৈতিক সংগঠন ১৩ মার্চ পর্যন্ত কর্মসূচি করতে পারবেন না। এই নিয়ে বিচারপতি বলেন, “যতদিন আমি মামলাটা নিচ্ছি অর্থাৎ ১৩ মার্চ পর্যন্ত কাউকে যাতে ওই এলাকায় অনুমতি না দেওয়া হয়।” মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মার্চ।