‘সোমবার পর্যন্ত..,’ মৌখিক নির্দেশ বিচারপতির, কালীঘাটের কাকুর মামলায় নয়া মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গত বছর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সম্প্রতি সেই মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখন তাঁকে হেফাজতে নিতে মরিয়া সিবিআই। ইতিমধ্যেই সেই কারণে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ‘কাকু’। এবার সেই মামলার শুনানিতেই ফের উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • সিবিআইকে বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!

মঙ্গলবার কালীঘাটের কাকুর আগাম জামিন মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। তিনি জানতে চান, আচমকা কী হল যে এখনই গ্রেফতার করতে হবে? গ্রেফতারির কী প্রয়োজন রয়েছে? সেই সঙ্গেই সিবিআইকে (CBI) মেডিক্যাল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন জাস্টিস বাগচি।

হাইকোর্ট (Calcutta High Court) জানতে চায়, সুজয়কৃষ্ণকে কেন গ্রেফতারির দরকার সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির সংখ্যা বৃদ্ধির জন্যই কি এই পদক্ষেপ? বিচারপতি বাগচির নির্দেশ, আগামী সোমবার অবধি প্রোডাকশন ওয়ারেন্টের জন্য সিবিআই ডাকবে না।

আরও পড়ুনঃ বাস নিয়ে বিরাট পদক্ষেপ! এবার কড়া ‘দাওয়াই’ পরিবহণ দফতরের

সিবিআইয়ের পাশাপাশি এদিন কালীঘাটের কাকুর আইনজীবীও উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়েন। সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra) আইনজীবী মিলন মুখোপাধ্যায়কে জাস্টিস বাগচি প্রশ্ন করেন, সিবিআই যেখানে একের পর এক পরোয়ানা জারি করছে, সেখানে কি তাঁর মক্কেলের আগাম জামিনের আর্জি জানানোর ক্ষমতা রয়েছে?

Calcutta High Court

বিচারপতি বাগচি বলেন, জেলে থাকাকালীন কোনও অভিযুক্তকে হাজির করা বা না করার ক্ষমতা যখন জেলের প্রধানের কাছে রয়েছে, সেখানে হাজিরা দেওয়ার ক্ষেত্রে তাঁর কাছেই আবেদন জানাতে হবে। কালীঘাটের কাকুর (Kalighater Kaku) আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, ‘আপনার মক্কেলের ট্রেন বা প্লেন ধরার তাড়া রয়েছে? আগাম জামিন কেন পেতে হবে?’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছর মে মাসে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। এদিকে সিবিআই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেই কারণে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ‘কাকু’। গতকাল সেই মামলার শুনানিতে বিচারপতি জিজ্ঞেস করেন, ইডির আগে সিবিআই সুজয়কৃষ্ণকে জেরা করেছে। সেই সময় গ্রেফতারির প্রয়োজন বোধ করেনি। এখন আচমকা কেন গ্রেফতারির প্রয়োজন? আগামী সোমবার, মামলার পরবর্তী শুনানিতে এর কারণ জানাতে বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর