‘কঠোর নির্দেশ দিতে বাধ্য হব’, রাজ্যের প্রতি রুষ্ঠ প্রধান বিচারপতি, ১৪ জানুয়ারি পর্যন্ত ডেডলাইন

বাংলা হান্ট ডেস্কঃ তিলোত্তমার ১৫০ বছরের দীর্ঘ সঙ্গী। সেই ট্রাম নিয়ে টানাপোড়েন অব্যাহত। সম্প্রতি গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের (Kolkata Tram) চলাচল এবার বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আর এবার বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলার পাশাপাশি সেই জায়গায় পিচ দিয়ে বুজিয়ে দেওয়া হল বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অগ্রাহ্য করে কেন এই কাজ? এই নিয়েই চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।

নগরীর বুকে ট্রাম থাকবে কি না সেই বিষয় বিবেচনা করতে গত বছর অগস্ট মাসে পরামর্শদাতা কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে অভিযোগ, চলতি বছর জা‍নুয়ারির পর সেই কমিটির আর কোনও বৈঠক হয়নি। আদালতে অভিযোগ উঠতেই বেজায় ক্ষুব্ধ হন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam)।

যেখানে বৈঠকই হয়নি সেখানে আদালত বা পরামর্শদাতা কমিটির অনুমতি ছাড়া কিভাবে ট্র্যাক তুলে ফেলা হল? এই প্রশ্ন তুলে হাইকোর্টের জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যকে সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রুটগুলির চালু করার বিষয়েও রাজ্যকে জানাতে বলা হয়েছে।

Calcutta High Court

আরও পড়ুন: জোর বিপাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হঠাৎ কী হল? শোরগোল রাজ্যে

এখানেই শেষ নয়, রাজ্যের তরফে দেওয়া রিপোর্টে আদালত সন্তুষ্ট না হলে কঠোর নির্দেশ দিতে হাইকোর্ট বাধ্য হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। আদালতের গড়ে দেওয়া পরামর্শদাতা কমিটি গত ৪ জানুয়ারির পর কেন এতদিন কোনো বৈঠক করেনি সেই বিষয়েও লিখিত জবাব তলব করেছে হাইকোর্ট। ২০২৫ এর ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন সব পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর