বাংলা হান্ট ডেস্কঃ পুলিশের (State Police) ভূমিকায় বিরক্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সাইবার ক্রাইম থানার পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করা হয়েছে। ’সপ্তাহের মধ্যে ডিজি-র বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্থের ডিভিশন বেঞ্চ।
নদিয়ার মুরুটিয়া থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের পর তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ ওঠে। অভিযোগ, এই ঘটনায় কৃষ্ণনগর সাইবার অপরাধ দমন থানা অন্য অনেক ধারা প্রয়োগ করলেও সাইবার অপরাধের কোনও ধারা প্রয়োগ করেনি। যার জেরে অভিযুক্ত গ্রেফতার হলেও পরে সহজেই জামিন পেয়ে যায়।
কৃষ্ণনগর সাইবার থানার এই অবস্থা দেখে হতাশা প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আইসিকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন বিচারপতি আইসিকে ভর্ৎসনা করে বলেন, এই রকম একটা ঘটনায় যদি সাইবার অপরাধের ধারাই যুক্ত হল না? এর ফলে অভিযুক্ত জামিন পেয়ে গেলে তার দায় কে নেবে? ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলবের পাশাপাশি অভিযুক্তের মোবাইল তথ্য সংগ্রহ করে সেই রিপোর্ট জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: ফেরাবেন আমানতকারীদের টাকা! বদলে গেল চিটফান্ড কমিটির চেয়ারম্যান! এবার দায়িত্ব নিলেন কে?
এদিন মামলার শুনানিতে কটাক্ষ করে বিচারপতি বলেন, গাল ভরা নাম দিয়ে নতুন যে বিশেষজ্ঞ (সাইবার) থানা হল তার কি? সেই থানার হালও যদি আর পাঁচটা সাধারণ থানার মতোই হয় তাহলে নতুন থানা করে লাভ কী? এখানেই শেষ নয়, বিচারপতি আরও বলেন, যুগের পরিবর্তন হয়েছে। ঊনবিংশ, বিংশ শতাব্দী পেরিয়ে গিয়েছে। কিন্তু বাংলার পুলিশ এখনও সেই লাঠিকেই চেনে, সাইবার শব্দটাই জানে না।