বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাটের জেরে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলাতেই রাজ্যের বেশ কিছু স্কুলকে জরিমানা করেছে উচ্চ আদালত। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik Exam)। তবে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড হাতে পায়নি। সেই মামলাতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বহু ছাত্র-ছাত্রী। অবশেষে আদালতে গিয়ে তাদের সমস্যার সুরাহা হল।
এদিন মামলা শুনানির জন্য উঠলে হাইকোর্টের নির্দেশ, যে সকল ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড পায়নি তাদের আজ সন্ধ্যে ৬টার মধ্যে অ্যাডমিটের ব্যবস্থা করে দিতে হবে। আজ সন্ধের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে তাদের পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেখানে স্কুলগুলি যারা অ্যাডমিট পায়নি তাদের জন্য আবেদন জানাতে পারবে।
এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে দেওয়া হবে অ্যাডমিট। আজই পর্ষদ এই সংক্রান্ত পাবলিক নোটিশ দিয়ে দেবে তাদের ওয়েবসাইটে। প্রসঙ্গত, অনলাইন বিভ্রাটের জেরে ফর্ম ফিলামে গন্ডগোল হয়। সবমিলিয়ে ৫০ জন মাধ্য়মিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড হাতে পাননি।
যেহেতু স্কুলের ভুলে ওই সকল ছাত্ররা অ্যাডমিট পায়নি, বোর্ডের কোনও দোষ নেই তাই স্কুলগুলিকে দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে হাইকোর্ট। মধ্যশিক্ষা পর্ষদে আজ অভিভাবকদের ভুল সংশোধনে স্কুলকর্তৃপক্ষকে সাহায্যের নির্দেশ।
আরও পড়ুন:রাত পোহালেই আবহাওয়ার আমূল পরিবর্তন! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আগাম আপডেট
আদালতের আরও নির্দেশ, আজ বিকেল ৪টের মধ্যে ছাত্র-ছাত্রী মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশনের কাছে গিয়ে অফ লাইন ভুল সংশোধন করতে হবে। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা উঠলে তিনি এই নির্দেশ দেন।