সন্ধে ৬টা পর্যন্ত ডেডলাইন! পর্ষদকে বিরাট নির্দেশ হাইকোর্টের, ফুল ‘অ্যাকশনে’ বিচারপতি বসু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র চার দিন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik Exam)। তার আগেই অ্যাডমিট কার্ড বিভ্রাটে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড হাতে পায়নি। যাতে এই সমস্যার সুরাহা হয় সেই আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বহু ছাত্র-ছাত্রী। এবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় নির্দেশ দিল রাজ্যের সর্বোচ্চ আদালত।

পর্ষদকে বড় নির্দেশ হাইকোর্টের-Calcutta High Court

আদালতের নির্দেশ, যে সকল ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড পায়নি তাদের আজ সন্ধ্যে ৬টার মধ্যে অ্যাডমিটের ব্যবস্থা করে দিতে হবে। আজ সন্ধের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে তাদের পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেখানে স্কুলগুলি যারা অ্যাডমিট পায়নি তাদের জন্য আবেদন জানাতে পারবে।

এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে দেওয়া হবে অ্যাডমিট। আজই পর্ষদ এই সংক্রান্ত পাবলিক নোটিশ দিয়ে দেবে তাদের ওয়েবসাইটে। প্রসঙ্গত, অনলাইন বিভ্রাটের জেরে ফর্ম ফিলামে গন্ডগোল হয়। সবমিলিয়ে ৫০ জন মাধ্য়মিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড হাতে পাননি।

যেহেতু স্কুলের ভুলে ওই সকল ছাত্ররা অ্যাডমিট পায়নি, বোর্ডের কোনও দোষ নেই তাই স্কুলগুলিকে দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে হাইকোর্ট। মধ্যশিক্ষা পর্ষদে আজ অভিভাবকদের ভুল সংশোধনে স্কুলকর্তৃপক্ষকে সাহায্যের নির্দেশ।

আরও পড়ুন: আগামী ১ এপ্রিল থেকে..! এবার বিরাট লাভ হবে রাজ্য সরকারি কর্মীদের? সামনে হিসেব

আদালতের আরও নির্দেশ, আজ বিকেল ৪টের মধ্যে ছাত্র-ছাত্রী মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশনের কাছে গিয়ে অফ লাইন ভুল সংশোধন করতে হবে। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা উঠলে তিনি এই নির্দেশ দেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X