মসজিদে প্রবেশ করতে লাগবে পুলিশের অনুমতি! ‘শান্তি’ রক্ষা করতে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ ধর্ম করার স্থানে গিয়েও রক্তপাত। শান্তির খোঁজে মানুষ যেখানে ছুটে যায় সেই জায়গাতেই চরম বিশৃঙ্খলা। পূর্ব মেদিনীপুরের এগরার (Egra) ঘটনা। সেখানকার এক মসজিদে নমাজ আদায়ের সময় নিয়ে বচসার জেরে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে (Mosque Clash incident)। সেই সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার জেরে চলে যায় তরতাজা প্রাণ। সূত্রের খবর, গত ১৩ নভেম্বরের সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। আহত হন আরও ৮ জন। এই নিয়েই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

এদিন হাইকোর্টে মামলা উঠলে পুলিশকে কড়া নির্দেশ বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ, ওই মসজিদের দায়িত্ব পুলিশকে নিতে হবে। পুলিশের উপর মসজিদে প্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে বলেন, ‘মানব ধর্ম সবার ওপরে। কোন ধর্ম মানুষ মারার কথা বলে?’ প্রশ্ন তোলেন বিচারপতি।

প্রসঙ্গত, এর আগে যখন গত ৭ নভেম্বর এই মামলা শুনানির জন্য উঠেছিল তখন হাই কোর্ট নির্দেশ ছিল, মসজিদের নমাজ আদায়ের সময় নির্দিষ্ট করে নির্ধারণ করতে হবে। এদিকে বুধবারের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, পূর্বের দেওয়া নির্দেশ অমান্য করা হয়েছে। এরপরই হাইকোর্টের নির্দেশ, এই মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে পুলিশ। এগরা থানার ওসির অনুমতি নিয়ে এই মসজিদে প্রবেশ করতে হবে বলে নির্দেশ উচ্চ আদালতের।

মামলার শুনানিতে জাস্টিস ঘোষের পর্যবেক্ষণ, ‘ধর্ম মানুষের আবেগ, অনুভূতি এবং বিবেকের সঙ্গে যুক্ত। যদি এর মধ্যে কোনও একটির ক্ষেত্রে বাঁধ ভাঙে, তাহলে হিংসার ঘটনা ঘটতে পারে। তবে সবার ওপরে মানব ধর্ম। তার থেকে বড় কিছু নয়।’

calcutta high court

আরও পড়ুন: দুবাই যেতে চান রেশন দুর্নীতির বাকিবুর! আদালতের দ্বারস্থ হতেই ED যা করল … ঘুরে যাবে ‘খেলা’?

এদিন হাইকোর্টে মামলা শুনানির জন্য উঠলে পুলিশ জানায়, মসজিদে এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই ৩টি এফআইআর রুজু করা হয়েছে। তার ভিত্তিতে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর