‘ওনাকে IPS বলতে লজ্জা হয়’, পঙ্কজ দত্তের স্ত্রীর মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের! চাপে রাজ্য?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত ডিসেম্বরে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। প্রাক্তন পুলিশকর্তার মৃত্যুর পরও থেমেনি বিতর্ক। এরই মধ্যে এবার পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রানীর দায়ের করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। উচ্চ আদালতের নির্দেশ, ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বটতলা থানার ভিতরের এবং বাইরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে রাজ্যকে। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন।

পঙ্কজ দত্তের স্ত্রীর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের-Calcutta High Court

গত বছর আরজি কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে ‘সোনাগাছি’ নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে বসেছিলেন প্রাক্তন পুলিশকর্তা। যা নিয়ে প্রচুর অস্বস্তিতে পড়তে হয় বর্ষিয়ান এই প্রাক্তন আইপিএস-কে। বড়তলা থানায় মামলা দায়ের হয়।পঙ্কজবাবুকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। থানাতেও হাজিরা দিতে হয় তাঁকে। রেকর্ড করা হয়েছিল জবানবন্দি।

৬ অক্টোবর পুলিশ পঙ্কজবাবুকে ডেকে পাঠিয়ে হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে। এর কিছুদিনের মধ্যেই বারাণসীতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিঁনি। ৬ অক্টোবরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে আদালতের দ্বারস্থ হন পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রানী। বুধবার সেই সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতির।

Calcutta High Court

আরও পড়ুন: বাতিল ২৬,০০০ চাকরি! SSC মামলায় ১২% সুদ সহ ৯ বছরের বেতন ফেরাতে হবে কাদের? জানাল সুপ্রিম কোর্ট

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে সরকারি আইনজীবীর সওয়াল, “পঙ্কজ দত্ত একজন নীতিহীন ব্যক্তি ছিলেন। তাঁকে আইপিএস বলতে লজ্জা হয়। যদিও তিনি সরাসরি আইপিএস হননি, পদন্নতি পেয়ে আইপিএস হয়েছেন।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X