বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে ফের শিরোনামে রোজভ্যালি! রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন। তবে আদালতের নির্দেশে ধীরে ধীরে আশার আলো দেখতে শুরু করেছিলেন আমানতকারীরা। এরই মধ্যে রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২২টি হোটেলের ব্যবসার গতিবিধি নিয়ে ইডি-র অবস্থান জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্যের সর্বোচ্চ আদালতের-Calcutta High Court
উচ্চ আদালতের নির্দেশ, চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা ওই ২২ হোটেলে ব্যবসা নিয়ে ইডির অবস্থান জানাতে হবে৷ বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গকান্তের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। হাইকোর্টের নির্দেশ, বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির মাধ্যমে যে হোটেলগুলি চলছে, তার মধ্যে ইডির বাজেয়াপ্ত করা হোটেলের পরিমাণ কত তা জানাতে হবে।
পাশাপাশি ওই হোটেলগুলো-সহ রোজভ্যালির বাজেয়াপ্ত করা অন্যান্য সম্পত্তি বিক্রি করতে ইডি সম্মতি আছে কি না তাও জানাতে হবে। উল্লেখ্য, একই দিনে রোজভ্যালির দু’জন আমানতকারীর অভিযোগ জমা পড়ে হাইকোর্টে। তাদের অভিযোগ আদালত সম্পত্তি বিক্রির যে নির্দেশ দিয়েছিল তা অমান্য করে অ্যাসেট ডিসপোজাল কমিটি ব্যবসা করছে। রোজভ্যালির অভিযুক্ত কর্তাদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হন তারা।
পূর্বে দেওয়া নির্দেশ মত এদিন দিলীপ শেঠ কমিটির তরফে ওই সমস্ত সম্পত্তির ব্যবসা সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা করা হয়। ওই ব্যবসা সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাবে নিয়ে আগামীদিনে শেঠ কমিটিকে অডিট রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়, RG Kar মামলায় রায় শিয়ালদা আদালতের, সাজা ঘোষণা কবে?
এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। সেদিন দিলীপ শেঠ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে হাইকোর্টের (Calcutta High Court) কী পর্যবেক্ষণ দেয় সেদিকে নজর সকলের। তবে নতুন করে মামলা হওয়ায় যারা ক্ষতিগ্রস্ত তাদের টাকা ফেরত পেতে আরও সময় অপেক্ষা করতে হবে সেই নিয়ে আশঙ্কা বাড়ছে।