শাহজাহানকে হস্তান্তর, সন্দেশখালি কাণ্ডেও তদন্ত করবে CBI, বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালিকাণ্ডেও (Sandeshkhali) এবার সিবিআই তদন্ত (CBI Investigation)। সন্দেশখালি ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছিল। ওই তিন মামলারই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এখানেই শেষ নয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকেও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। খোদ গোয়েন্দাদের আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। সন্দেশখালি ঘটনার ৫৫ দিন পর অবশেষে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। ইডি (Enforcement Directorate) পেটানোর অভিযোগেই তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। তবে মঙ্গলবার বিকেলের মধ্যেই শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। উল্লেখ্য, সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল। একই ঘটনায় বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। ওই তিন মামলার তদন্তভারই সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

high court

আরও পড়ুন: লোকসভার পাকা টিকিট! BJP-তে যাচ্ছেন তৃণমূলের রাজন্যা? বাংলা হান্টের প্রশ্নে মুখ খুললেন নেত্রী

ইডি হামলার ঘটনার শাহজাহান শেখকে গ্রেফতারের দিন থেকেই তারা শাহজাহানের হেফাজত চাইবে বলে জানিয়ে দিয়েছিল ইডি। রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করার বিরুদ্ধেই ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওদিকে সন্দেশখালি ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি। এবার সেই সিবিআই এর হাতেই গেল সন্দেশখালি মামলা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর