‘চার সপ্তাহের মধ্যে..,’ TET নিয়ে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের, চাপে কমিশন?

বাংলা হান্ট ডেস্কঃ এনসিটিই-এর গাইডলাইন রয়েছে। তারপরও কেন উচ্চ প্রাথমিকে প্রতি বছর টেট (TET) হবে না রাজ্যে? এই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যেই এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কাছে জবাব তলব করেছে উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যর একক বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল।

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা সোমেন সরকার সহ মোট পাঁচজন এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে তারা জানায়, এনসিটিই গাইডলাইন অনুযায়ী প্রতি বছর উচ্চ প্রাথমিক স্তরে টেট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। তবে স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও প্রত্যেক বছর টেট হয় না।

মামালাকারীদের দাবি ছিল, তারা প্রত্যেকেই টেটে বসার যোগ্য। তবে রাজ্যে দীর্ঘদিন টেট না হওয়ায় দিনের পর দিন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।মামলাকারীদের দাবি পশ্চিমবঙ্গে শেষবারের উচ্চ প্রাথমিকে টেট হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে ৯ বছরের পেরিয়ে গেলেও আর কোনও টেট হয়নি। যেখানে প্রত্যেক বছর টেট করার গাইডলাইন রয়েছে সেখানে কেন এত বছর ধরে টেট হচ্ছে না সেই প্রশ্ন তোলা হয়।

মামলাকারীদের আরও দাবি, টেট পরীক্ষা হলে অন্তত সেই সার্টিফিকেট নিয়ে অন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু টেট না হওয়ার কারণে সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। এদিকে পালটা কমিশনের আইনজীবী বলেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাযুজ্য রেখে তবেই টেট নেওয়া হয়। শেষ ২০১৫ সালে যে টেট নেওয়া হয়েছিল, তার ভিত্তিতে এখনও নিয়োগ চলছে। ওই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কিভাবে ফের টেট নেওয়া সম্ভব সেই প্রশ্ন তোলা হয়।

calcutta high court

আরও পড়ুন: ভারতে বন্ধ হয়ে যাবে হোয়াট্সঅ্যাপ? জনস্বার্থ মামলা হতেই বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট, তোলপাড়

এরপরই বিচারপতির সাফ নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে গোটা বিষয়টি হলফনামা আকারে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এদিন মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। সেই বিষয়ে আগামী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর