‘অনেক সিরিয়াস ইস্যু আছে’! রাজ্যের আপত্তিতে কান দিল না হাইকোর্ট, এক রায়ে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। প্রায় প্রত্যেকদিন এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছে মানুষ। গত দু’দিনে নবান্ন অভিযান, বাংলা বনধের সাক্ষী থেকেছে রাজ্য। এর মাঝেই একটি মামলায় রাজ্যের কোনও আপত্তি শুনল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ‘অনেক সিরিয়াস ইস্যু রয়েছে’, স্পষ্ট জানাল আদালত।

  • কোন মামলায় রাজ্যের আপত্তি শুনল না হাইকোর্ট (Calcutta High Court)?

ঘোষণার পর থেকে বিতর্কে জড়িয়েছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal) ছবিটি। সনোজ মিশ্র পরিচালিত এই সিনেমা ঘিরে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। আগামী ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা আছে এই সিনেমার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ট্রেলার। এবার রিলিজের আগে বড় রায় দিল হাইকোর্ট।

   
  • কী রায় দিল উচ্চ আদালত?

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিতে রাজ্য প্রশাসনের (West Bengal) সমালোচনা করা হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার ঝা নামের এক ব্যক্তি। মামলাকারীর তরফ থেকে ছবি রিলিজের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তবে উচ্চ আদালত সেই আর্জি পত্রপাট খারিজ করে দিল। স্পষ্ট জানানো হয়েছে, সিনেমা মুক্তিতে কোনও বাধা নেই।

আরও পড়ুনঃ এক পয়সাও লাগবে না! এবার বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ দেবে সরকার, দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের

বৃহস্পতিবার হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘সিনেমা অথবা বই ব্যানের ওপর সুপ্রিম কোর্টের অর্ডার আছে। আপনার যদি ইচ্ছা হয় দেখবেন, নাহলে দেখবেন না। আপনার উপর কেউ কিছু চাপিয়ে দিচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। কেউ কাউকে যদি সমালোচনা করে, সেটা তাঁর অধিকার রয়েছে’।

এখানেই না থেমে হাইকোর্টের প্রধান বিচারপতির (TS Sivagnanam) আরও পর্যবেক্ষণ, ‘আমাদের কাছে এই ধরণের জনস্বার্থ মামলা উপচে পড়ছে। গতকালই একজনকে এই রকমের বিষয়ে সতর্ক করা হয়েছে। এসব বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু আছে। এই রাজ্যের মানুষ অনেক সহনশীল। তাঁদের ওপর ছেড়ে দিন’।

Calcutta High Court

হাইকোর্টের (Calcutta High Court) এই রায়ের পর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ রিলিজের ক্ষেত্রে আর কোনও অসুবিধা রইল না। তবে ঘোষণার পর থেকেই নানান বিতর্কে জড়িয়েছে এই ছবিটি। গত মে মাসে ট্রেলার রিলিজের পর পরিচালকের বিরুদ্ধে আর্মহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছিল। এবার রিলিজের ওপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদলতে মামলা করেও লাভ হল না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর