Calcutta High Court: শেষমেশ হাইকোর্টের দরজায় মৃত চিকিৎসকের বাবা! মিলল এই ‘বিশেষ’ অনুমতি

বাংলাহান্ট ডেস্ক : আরজি কর হাসপাতালে (R G Kar Medical College and Hospital) নিহত চিকিৎসক তরুণীর বাবা এবার দ্বারস্থ হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। আজ সোজা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে চলে যান তিনি। সেই সময় আরজি কর-কাণ্ডে (RG Kar Case) দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতির এজলাসে।

হাইকোর্টের (Calcutta High Court) তরফে মিলল বিশেষ অনুমতি

সেখানে মৃতার বাবা এই খুনের ঘটনায় আদালতের (Calcutta High Court) হস্তক্ষেপের আর্জি জানান। প্রধান বিচারপতি এর পর এই মামলায় মৃতার পরিবারকে যুক্ত করার আদেশ দেন। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এদিন আরজি কর-কাণ্ডে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি ছিল। তদন্তের গতি প্রকৃতি নিয়ে এদিন ওঠে একাধিক প্রশ্ন।

আরোও পড়ুন : ‘৩টে অবধি সময় দিলাম’! আরজি কর মামলায় রাজ্যকে চরম নির্দেশ হাইকোর্টের, তোলপাড় বাংলা!

মৃতার পরিবারের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) সওয়ালে বলেন, ‘‘প্রথমে পরিবারের কাছে কেউ এক জন ফোন করে বলেন, আপনাদের মেয়ে অসুস্থ। তার পরে আবার ফোন করে বলা হয়, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ময়নাতদন্ত তা বলছে না। ঘটনাস্থলে ওই মহিলা চিকিৎসককে এমন অবস্থায় দেখা যায়, সাধারণ ভাবে যে কেউ বলবেন এটা কোনও ভাবেই আত্মহত্যা হতে পারে না।’’

আরোও পড়ুন : Nose : মনের কষ্টে জেরবার?আপনি কি একটু বেশিই বুদ্ধিমান? জীবনের গোপন কথা বলবে আপনার নাক

তারপর আদালতে (Calcutta High Court) বিচারপতি প্রশ্ন করেন, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন এই কথা কে বলেছিলেন? সওয়াল জবাবে বিকাশরঞ্জন ভট্টাচার্য আরো বলেন, ‘‘মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা-মা তৎক্ষণাৎ আরজি করে যান। কিন্তু তাঁদের ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে যান মৃতা চিকিৎসকের বাড়িতে।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, তদন্তের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। রবিবারের মধ্যে এই ঘটনার তদন্তের কিনারা না হলে সিবিআইকে দেওয়া হবে তদন্তভার। এই প্রসঙ্গে টেনে আজ বিকাশ বাবু বলেন, ‘‘কেন সিবিআইকে দেওয়ার জন্য আরও সময় দেওয়া হবে?’’ বিকাশরঞ্জন ভট্টাচার্যের শঙ্কা এর ফলে নষ্ট করে দেওয়া হতে পারে তথ্য।

RG Kar incident

বিকাশরঞ্জন ভট্টাচার্যের মূল বক্তব্য, ৩০ মিনিটে একজন অপরাধীর পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়।  আদালতে (Calcutta High Court) প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘বিকেল ৩টে পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন। না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব।’’ কামদুনির পুনরাবৃত্তি এড়াতে বিনীত গোয়েলকে এই তদন্ত থেকে সরানোর আর্জি জানানো হয়েছে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর