ময়নায় ‘নৃশংসভাবে’ খুন BJP কর্মী! ভোটের আবহেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট নিয়ে বর্তমানে সরগরম রাজ্য। ইতিমধ্যেই দুই দফার ভোটপর্ব সম্পন্ন হয়েছে। তৃতীয় দফার তোরজোড় চলছে। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি (BJP) কর্মী খুনের মামলায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিজেপি কর্মীর মৃতদেহ সংরক্ষণের পাশাপাশি মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্তের ভিডিও ফুটেজ এবং কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Jay Sengupta)।

গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হন। বিজয়কৃষ্ণের স্ত্রী এবং পুত্রের সামনে থেকে তাঁকে একদল দুষ্কৃতি মারধর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর বাড়ির কাছ থেকে উদ্ধার হয় সেই বিজেপি কর্মীর রক্তাক্ত মরদেহ। খুনের অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

এই ঘটনার জেরে ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়। এই মামলায় প্রথমে এসডিপিও-কে তদন্তের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। বিজেপি কর্মী খুনের এই মামলায় পুলিশের বিরুদ্ধে বহু অভিযুক্তের নাম বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এরপর গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় এনআইএ-কে যুক্ত করে আদালত।

আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডে ফের মুখ পুড়লো রাজ্যের! ‘অভিযুক্তকে বাঁচাতে আবেদন কেন?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের 

গত ৫ এপ্রিল এই হত্যামামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। এদিকে নিয়ম অনুযায়ী, এনআইএ-কে দিয়ে কোনও মামলার তদন্ত করাতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি দরকার। সেই জন্য আইনজীবীদের তফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একাধিক চিঠি পাঠান আইনজীবীরা। তবে অভিযোগ, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও অবধি এই মামলায় এনআইএ তদন্ত প্রসঙ্গে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Calcutta High Court

মঙ্গলবার হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতেই মৃত বিজেপি কর্মীর দেহ সংরক্ষণের নির্দেশ দেওয়ার পাশাপাশি ময়নাতদন্তের ভিডিও ফুটেজ এবং কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর