২০ বছরের টানাপোড়েন! বর্ধিত বেতন দিতে হবে, রাজ্যের সরকারি কর্মীর পক্ষে বিরাট রায় হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তা নিয়েও চর্চাও হয়েছে ব্যাপক। এবার যেমন রাজ্যের এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের দায়ের করা মামলায় বড় নির্দেশ দিল উচ্চ আদালত। বর্ধিত বেতন দিতে হবে, স্পষ্ট জানালেন বিচারপতি।

স্কুল শিক্ষকের পক্ষে বিরাট রায় হাইকোর্টের (Calcutta High Court)!

২০ বছর আগেই পেয়েছেন ডিগ্রি। কিন্তু তা সত্ত্বেও নতুন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রাপ্য বেতন পাননি উত্তর ২৪ পরগণার হাড়োয়ার শিক্ষক রথীন্দ্রনাথ সর্দার। পুরনো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ীই বেতন পাচ্ছিলেন তিনি। এবার হাইকোর্টে (Calcutta High Court) মামলা উঠতেই বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।

   

২০০৪ সালে ভবতরণ সরকার বিদ্যালয়ে নিযুক্ত হন হাড়োয়ার রথীন্দ্রনাথ সর্দার। ভুগোলের শিক্ষক (School Teacher) হিসেবে ওই স্কুলে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক। তবে চাকরি করতে করতেই স্নাতকোত্তরের পড়াশোনা শুরু করেন রথীন্দ্রনাথবাবু। এর জন্য স্কুল কর্তৃপক্ষের থেকে যথাযথ অনুমতিও নিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ঘাটালে ফের ভোট? হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়!

জানা যাচ্ছে, সেই বছরই স্নাতকোত্তরের পরীক্ষায় বসেছিলেন ভবতরণ সরকার বিদ্যালয়ের ওই শিক্ষক। পরীক্ষায় পাশও করেন তিনি। নিয়ম অনুযায়ী, এরপর থেকে স্নাতকোত্তরের স্তরের বেতন পাওয়ার কথা রথীন্দ্রনাথবাবুর। কিন্তু তেমনটা হয়নি। স্নাতকোত্তরের ডিগ্রি থাকলেও পুরনো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হতো তাঁকে।

হাইকোর্টে মামলাকারী জানান, ২০১৮ সালে জানা যায়, তাঁর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। এরপর বেতন বৃদ্ধির জন্য স্কুলের ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরের কাছে জরুরি ভিত্তিতে আবেদন জানান তিনি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। একাধিকবার তাঁর আবেদন খারিজ করে দেওয়ার পর শেষমেষ হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই শিক্ষক।

Calcutta High Court

উচ্চ আদালতে রথীন্দ্রনাথবাবুর হয়ে মামলা লড়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেদিনই ওই শিক্ষকের প্রাপ্য বর্ধিত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সম্বন্ধিত নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর