বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড, দুই মামলাতেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। বর্তমানে জেলের চার দেওয়ালের ভেতর দিন কাটছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। এই আবহে সংসারের খরচ সহ বেশ কিছু খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই মামলাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।
সন্দীপের এফডি মামলায় কী বলল হাইকোর্ট (Calcutta High Court)?
সম্প্রতি নিজের ৪টি ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কারণ হিসেবে বলেছিলেন, পরিবারে অনটন চলছে। সেই কারণে সংসারের খরচ সহ বেশ কিছু খরচ সামাল দিতে এই ৪টি এফডি ভাঙতে চান তিনি। এবার এই মামলাতেই সিবিআইকে পার্টি করার নির্দেশ দিল আদালত।
সন্দীপের এই অ্যাকাউন্টগুলির কোনোটাই বাজেয়াপ্ত না করায় সিবিআইকে পার্টি করা হয়নি। তবে হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে পার্টি করতে হবে। শুধু তাই নয়, সিবিআইকে রিপোর্ট দিয়ে জানাতে হবে তারা আদৌ এই এফডি ভাঙতে দেবে কিনা। আগামী ৩০ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ বুধবার দুপুর ৩টেয়…! কালীপুজোর আগেই তুলকালাম! বিরাট কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের
এদিকে শুধু ফিক্সড ডিপোজিট ভাঙাই নয়, সম্প্রতি জামিনের আবেদন জানিয়েও হাইকোর্টের দ্বারস্থ হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আদালত সূত্রে জানা যায়, উচ্চ আদালতের আগের নির্দেশ মতো আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপকে ২১ অক্টোবর আলিপুর নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল। তবে সেদিন তেমনটা হয়নি। এমনকি সন্দীপকে হেফাজতে নেওয়ার কোনও আর্জিও জানানো হয়নি বলে খবর। সেই কারণে সোমবার হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চে তাঁর জামিনের আবেদন জানানো হয়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে এসেছে তাঁর জমানায় হাসপাতালে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ। আরজি কর আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড, দুই মামলাতেই গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সন্দীপ।