CBI, ED-র পর এবার NIA! গোসাবা-মালদা বিস্ফোরণের তদন্ত কেন্দ্রীয় এজেন্সিকে দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিস্ফোরণের ঘটনায় ফের একবার কেন্দ্রীয় সংস্থার ওপর ভরসা রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গোসাবা (Gosaba) এবং মালদহ (Malda) বিস্ফোরণের ঘটনায় এবার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (National Investigating Agency) তথা এনআইএ-কে তদন্তের দায়ভার দিল আদালত।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে গোসাবায় একটি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে ছয় জন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন। এক্ষেত্রে বিজেপির তরফ থেকে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ করা হয়। আবার অপরদিকে, সকল অভিযোগ অস্বীকার করে শাসক দল। সেই ঘটনার তদন্ত চলাকালীন আবার গত মাসে মালদহ জেলার মানিকচকে আরো একটি বিস্ফোরণে কেঁপে ওঠেন এলাকাবাসীরা। ওই ঘটনায় মৃত্যু হয় তিনজনের।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, এরপরেই মালদহ এবং গোসাবা বিস্ফোরণ ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে আর এ মামলাগুলির শুনানির পরেই এদিন এনআইএ তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।

আদালত সূত্রে খবর, মালদহ ও গোসাবা বিস্ফোরণের ঘটনায় থানাগুলির তরফ থেকে রাজ্য সরকারকে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্রে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি। আবার অপরদিকে, তার তিন দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে তৃণমূল সরকার, যার পরেই শুরু হতে চলেছে এনআইএ তদন্ত।

High Court 1

আদালত সূত্রে খবর, দুটি বিস্ফোরণের ঘটনায় দেশের অভ্যন্তরের নিরাপত্তা জড়িত রয়েছে বলে মত প্রকাশ করেন বিচারপতি এবং পরবর্তীতে এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হয়। আদালতের নির্দেশে খুশি বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, “অতীতে বগটুই কাণ্ড থেকে বর্তমানে মালদহ এবং গোসাবা বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সংস্থাগুলির ওপর বিশ্বাস রেখেছে কলকাতা হাইকোর্ট। এর থেকে প্রমাণিত যে, বাংলার পুলিশের উপর আর কোনরকম ভরসা নেই কারোর।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর