পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ! মামলা হতেই চরম নির্দেশ হাইকোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কড়াকড়ি অব্যাহত। সাম্প্রতিক অতীতে একাধিক অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এবার যেমন পূর্ব কলকাতার জলাভূমির ওপর নির্মিত একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হল।

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভাঙা হল অবৈধ নির্মাণ!

পূর্ব কলকাতার জলাভূমিকে (East Calcutta Wetlands) শহরের কিডনি বলা হয়। রাজ্যের পরিবেশ দফতরের তরফ থেকে এই জায়গাটিকে বাঁচানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখানে মাথাচাড়া দিয়ে উঠছে একাধিক বেআইনি নির্মাণ। যে কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এমনকি ওই অঞ্চলে অবৈধ নির্মাণ তৈরি যাতে ঠেকানো যায়, সেই কারণে হাইকোর্টের নির্দেশে আগেই একটি কমিটিও গঠিত হয়েছে।

এদিকে অভিযোগ, কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি বুজিয়ে একটি বেআইনি নির্মাণ (Illegal Construction) তৈরি করা হয়েছিল। কোনও রকম অনুমোদন ছাড়াই ওই বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার আদালতের নির্দেশ মতো সোনারপুর ব্লক প্রশাসনের তরফ থেকে ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ জন্মদিনেই পাল্টে গেল ‘খেলা’! বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপ, তারপর যা হল… তোলপাড় বাংলা!

প্রশাসনিক সূত্রে খবর, সুপ্তি জানা নামের একজনের অভিযোগের ভিত্তিতে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন সোনারপুর বিডিও, নরেন্দ্রপুর থানার আইসি সহ পুলিশ বাহিনীর উপস্থিতিতে ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে দেওয়া হবে।

Calcutta High Court

এই প্রসঙ্গে খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর বলেন, ‘ওই জায়গার মালিক হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন, তাঁর জায়গায় বেআইনিভাবে কেউ বাড়ি বানিয়েছেন। হাইকোর্ট জেলা শাসককে বাড়ি ভাঙার নির্দেশ দেয়। এরপর জেলা শাসকের তরফ থেকে আমাদের বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী বাড়ি ভাঙার কাজ করা হচ্ছে;। ভবিষ্যতে অবৈধ নির্মাণের অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X