বাংলা হান্ট ডেস্কঃ শ্রীরামপুর স্টেশন ও স্টেশন লাগোয়া রেলের জায়গা থেকে হকার (Hawker) উচ্ছেদ নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এর আগে এই মামলায় হকার উচ্ছেদে স্থগিতদেশ দিয়েছিল হাইকোর্ট। এবার হকার উচ্ছেদে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট।
গ্রিন সিগন্যাল হাইকোর্টের-Calcutta High Court
বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, রেলের (Indian Railway) নোটিস মতো শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করতে পারবে। শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে বলে খবর মিলেছে।
মূল ঘটনা: শ্রীরামপুর স্টেশন এবং সংলগ্ন এলাকার উন্নয়নে কেন্দ্রীয় সরকার অমৃত ভারত প্রকল্প এনেছে। সিদ্ধান্ত হয়েছে শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে। এদিকে রেলের এই সিদ্ধান্তে মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে হকারদের।
তাদের দাবি অন্তত ৫০ বছর ধরে স্টেশন লাগোয়া রেল জমিতে ব্যবসা করছেন তারা। এদিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আচমকাই নোটিস দিয়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেয় রেল। মাস দু’য়েক আগেই সেই উচ্ছেদ হওয়ার কথা ছিল। এরই মধ্যে কোনো উপায় না পেয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন।
সেই সময় হাইকোর্ট নির্দেশ দেয়, পরবর্তী শুনানির আগে হাওড়ার ডিআরএম-কে হকারদের নথি খতিয়ে দেখা হবে। এদিকে বুধবার এই সংক্রান্ত মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, ডিআরএম হকারদের নথি পেশের জন্য তাদের শুনানির জন্য ডেকে ছিলেন। কিন্তু একজনও ব্যবসা করার বৈধ নথি দেখাতে পারেনি।
আরও পড়ুন: ‘আপাতত কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ নয়’, সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি
যদিও ইউনিয়নের তরফে আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করে জানান, লাইসেন্স না থাকলেও ওই হকাররা বহিরাগত নন। বহু বছর ধরে ওই এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। সবশেষে এদিন হকার উচ্ছেদে ছাড়পত্র দিল হাইকোর্ট।