নন্দীগ্রামে BJP কর্মীদের বিরুদ্ধে দায়ের ৪৭টি মামলায় বিরাট নির্দেশ! হাই কোর্টের এক রায়ে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে-পরে এবং ভোট চলাকালীন নন্দীগ্রাম থানায় BJP কর্মীদের বিরুদ্ধে ৪৭টি অভিযোগ করা হয়েছিল। এর ভিত্তিতে পরবর্তীতে এফআইআর করে পুলিশ। যদিও পদ্ম শিবিরের তরফ থেকে দাবি করা হয়, তাঁদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এই জল গড়ায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবধি। এবার এই নিয়েই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।

নন্দীগ্রাম (Nandigram) থানায় দায়ের হওয়া ৪৭টি এফআইআরের প্রেক্ষিতে BJP শিবিরের তরফ থেকে দাবি করা হয়, তাঁদের দলের কর্মীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সোজা হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে এই মামলার শুনানি ছিল। এবার তাতেই বিরাট নির্দেশ দিল উচ্চ আদালত।

BJP কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি এফআইআরের (FIR) ওপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। জাস্টিস সিনহার নির্দেশ, আগামী ৩ সপ্তাহ পদ্ম শিবিরের ওই কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

আরও পড়ুনঃ রাজ্যপাল, রাষ্ট্রপতি, আদালতকে অমান্য করা বাংলার ‘ট্র্যাডিশন’ হয়ে গিয়েছে! সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক সৌমিত্র

এদিন এই মামলার শুনানি চলাকালীন হাই কোর্টের পর্যবেক্ষণ, নন্দীগ্রাম থানায় (Nandigram Police Station) যে ৪৭টি এফআইআর দায়ের করা হয়েছে তাতে BJP কর্মীদের বিরুদ্ধে মোটামুটি একই অভিযোগ আনা হয়েছে। সেই কারণে ওই এফআইআরগুলির সারবত্তা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার দরকার আছে। আদৌ ৪৭টি এফআইআর করার কোনও প্রয়োজন ছিল কিনা সেটাও তদন্তসাপেক্ষ বিষয়। সেই কারণে আপাতত আগামী ৩ সপ্তাহের জন্য ওই এফআইআরগুলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Calcutta High Court

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন ওই মামলার শুনানিতেও বিচারপতি সিনহা বলেছিলেন, ওই ৪৭টি এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। একইসঙ্গে রাজ্যের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্টও চেয়েছিল হাই কোর্ট। মঙ্গলবার ফের জাস্টিস সিনহার এজলাসে এই মামলা উঠেছিল। এদিনের শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর