রেলের মহিলা কামরা নিয়ে কড়া নির্দেশ আদালতের! আর চলবে না উপদ্রব

বাংলা হান্ট ডেস্কঃ লেডিজ কম্পার্টমেন্টে যাতায়াত করছেন পুরুষরা! মাঝেমধ্যেই এই দৃশ্য দেখা যায়। কখনও কখনও আবার মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেনেও পুরুষরা উঠে পড়েন। এবার এই নিয়ে মামলা হতেই রেলকে (Indian Railway) বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

লেডিজ স্পেশ্যাল ট্রেনে মহিলা যাত্রী ছাড়াও অনেক পুরুষ যাতায়াত করেন, যে কারণে মহিলাদের সমস্যার সম্মুখীন হতে হয়, এই অভিযোগ এনে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন পিয়েতা ভট্টাচার্য। তাঁর আইনজীবী তমাল সিংহ রায় বলেন, তাঁর মক্কেল পেশাগত দিক থেকে একজন আইনজীবী। রোজ লোকাল ট্রেনে (Indian Railway) যাতায়াত করতে হয় তাঁকে। সেই যাতায়াতের সময়ই দেখেন, লেডিজ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করছেন পুরুষ যাত্রীরা।

   

মামলাকারীর অভিযোগ, শুধু মহিলা কম্পার্টমেন্ট (Ladies Compartment) অথবা ট্রেনে যাতায়াত করা নয়, পুরুষ যাত্রীদের দুর্ব্যবহারের শিকারও হতে হয় মহিলাদের। তিনি জানান, এই বিষয়ে বহুবার রেলকে চিঠি দিয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুনঃ রাতের ঘুম উড়ল অর্পিতার! নিয়োগ মামলায় নয়া মোড়, টাকার উৎস জানতে এবার চরম পদক্ষেপ!

আবেদনে উল্লেখ করা হয়েছে, এক্সপ্রেস এবং মেল ট্রেনের সংরক্ষিত কামরাগুলিতে সংরক্ষিত টিকিটহীন অবাঞ্ছিত নিত্যযাত্রীদের দাপটের কারণে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের সমস্যা হয়। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬২ ধারার উল্লেখ করে আবেদনকারী লেখেন, এই বিষয়টি উক্ত ধারার পরিপন্থী।

এই মামলায় রেলের আইনজীবী বলেন, টিকিট ছাড়া যাতায়াত করার জন্য শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে চলতি বছর জুনা মাস অবধি ৩৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গেই লেডিজ স্পেশ্যাল মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষীও দেওয়া হচ্ছে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর রেলকে সতর্ক করে হাই কোর্ট।

Calcutta High Court

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক্সপ্রেস অথবা মেল ট্রেনের সংরক্ষিত কামরায় যদি নিয়ম ভেঙে সফর করা হয় তাহলে রেলকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ধরণের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রত্যেকটি রেল স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বৃদ্ধি করার কথা বলেছে আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর