‘অবসর নিলেই দায় শেষ?’! সন্দেশখালি মামলায় বিরাট মন্তব্য হাই কোর্টের, কার নাম উঠে এল?

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সন্দেশখালির (Sandeshkhali) জোড়া খুন মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সকল নথি থাকার পরেও মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন চার্জশিট জমা দেয়নি রাজ্য? এদিন তা জানতে চান বিচারপতি জয় সেনগুপ্ত। সেই সঙ্গেই বলেন, তৎকালীন তদন্তকারী অফিসার অবসর নিলেই মামলার প্রতি তাঁর দায় শেষ হয়ে যায় না।

উনিশের লোকসভা নির্বাচনে হাটগাছি এলাকার ৫৬ নম্বর বুথে বিজেপি জিতেছিল। এরপর সন্দেশখালির বুকে দু’জনকে খুনের অভিযোগ ওঠে। ভোটগণনার ঠিক এক সপ্তাহ পরে বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয়। সেই সঙ্গেই আরও একজনকে খুনের অভিযোগ উঠেছিল। প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে এলাকার ‘ত্রাস’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan), জিয়াউদ্দিন মোল্লা, আখের আলি গাইন সহ বেশ কয়েকজনের।

প্রয়াত বিজেপি (BJP) কর্মী প্রদীপের স্ত্রী একাধিক সন্দেহভজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে দেখা যায়, FIR-এর প্রথমে শাহজাহানের নাম থাকলেও আদালতে চার্জশিট জমা দেওয়ার সময় তাঁর নাম নেই। আজকের শুনানিতে এই নিয়েই প্রশ্ন করেন জাস্টিস সেনগুপ্ত (Justice Jay Sengupta)।

আরও পড়ুনঃ ‘সায়নী লাগাও’ এখন অতীত! লোকসভা ভোটের মাঝে ভাইরাল ‘বাম লাগান’! কেসটা কী?

আজ রাজ্যের তরফ থেকে দাবি করা হয়, ‘অভিযুক্তের নাম চার্জশিট দিতে কাউকে বারণ করেনি রাজ্য। তবে আগের তদন্তকারী অফিসার যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত, তিনি কী করেছেন বলতে পারব না’।

একথা শুনেই বিচারপতি সেনগুপ্ত বলেন, এই মামলায় তৎকালীন তদন্তকারী অফিসারের কী বক্তব্য সেটা জানতে হবে। এখানেই না থেমে তিনি বলেন, ‘অবসর নিয়ে নিয়েছেন মানেই সব দায় শেষ হয়ে যায় না। এই বিষয়ে তাঁর অবস্থান জানাতে হবে’। সন্দেশখালির জোড়া খুন মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৬ মে।

Calcutta High Court order on Sandeshkhali double murder case

আগামী শুনানির দিন রাজ্যকে কেস ডায়েরি হাজির করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আজকের শুনানিতে ফের মামলাকারীর তরফ থেকে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। প্রায় ৫ বছর কেটে গেলেও পরিবারগুলো ন্যায়বিচার পায়নি, বলা হয় একথাও।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর