বাংলা হান্ট ডেস্কঃ ১০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত! সেই ২০১৩ সাল থেকে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ রয়েছে। এই নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তাতেই এবার বড় নির্দেশ দিয়ে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, কলেজগুলিতে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন (Student Council Elections in Colleges) করতে হবে।
আর কী বলল হাইকোর্ট? Calcutta High Court
অভিযোগ ছিল, বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজে বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ইসুতেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উঠলে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের নির্দেশ খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আদালতে মামলা উঠলে তিন মাস সময় চায় রাজ্য। যদিও সেই আবেদন রাখা হয়নি। রাজ্য সরকারের এই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, তিন মাস নয়, রাজ্যকে স্পষ্ট করতে হবে তারা কখন কীভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করবে। তাও তিন সপ্তাহের মধ্যেই।
আরও পড়ুন: রাজ্যে এই প্রথম! প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, শিক্ষাব্যবস্থায় কি কি বদল আসছে?
আরও পড়ুন: বৈশাখের আগেই পুড়ছে বাংলা! এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস! কোন কোন জেলা ভিজবে?
আদালতে অপর পক্ষের অভিযোগ, এর আগে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হত। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার দু’বছর পর থেকেই কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। আর সেখানে নিজেদের রাজ চালাচ্ছে শাসকদলের ছাত্র সংগঠন। সেই মামলাতেই এবার রাজ্যকে কড়া ডেডলাইন আদালতের (Calcutta High Court)।