‘সন্ধ্যা ৬টার মধ্যে ওই দু’জনকে ছাড়ুন…’, এবার বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে মহা ফাঁপড়ে রোগী ও তার পরিবার। শেষমেষ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মিলল স্বস্তি। এক সংক্রামিত রোগ নিয়ে বাবা ও তার তিন বছরের সন্তান ভর্তি হয়েছিল কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে (Kolkata Private Hospital)। চিকিৎসা চলছিল। পুরোপুরি সুস্থ হননি কেউই। তবে এই কয়েক দিনে দু’জনের চিকিৎসার জন্য ২৪ লক্ষ টাকা বিল করে হাসপাতাল কর্তৃপক্ষ। এত টাকা বিল দেখেই সেখান থেকে ছাড়া পাওয়ার আর্জি জানান অসুস্থদের পরিবার। তবে পুরো টাকা মেটানো না হলে কাউকে ছাড়া হবে না সাফ জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, রোগীর পরিবার চিকিৎসার পুরো টাকা মেটাতে না-পারায় কাউকেই ‘রিলিজ়’ দেয়নি হাসপাতাল। এরপরই কোনো উপায় না পেয়ে শেষমেশ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই অসহায় পরিবার। আদালত সূত্রে খবর, রোগীর পরিবার চিকিৎসার টাকা দেওয়ার জন্য হাসপাতালের কাছে সময়ও চেয়েছিলেন। কিন্তু হাসপাতাল নিজের সিদ্ধান্তে অনড়।

শুক্রবার এই মামলা ওঠে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। অভিযোগ শুনে বিচারপতির নির্দেশ, সন্ধ্যা ৬টার মধ্যে ওই দু’জনকে হাসপাতাল থেকে ছাড়তে হবে। যেহেতু রোগীর পরিবার চিকিৎসার খরচ শোধ করে দেবেন বলেছে এক্ষেত্রে তাদের আটকে রাখা উচিৎ নয় বলেই পর্যবেক্ষণ আদালতের।

Calcutta High Court

আরও পড়ুন: ‘এবার দেখি ঠোঁট থেকে বেরোয় নাকি হৃদয় থেকে…’, রাজ্যের ওপর ক্ষুব্ধ হাইকোর্ট, এল বিরাট নির্দেশ

শেষমেশ আদালতের নির্দেশে ওই রোগীদের ছাড়তে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গত ৩১ মার্চ বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে গীতাংশ আগরওয়াল ও তার সন্তানকে ভর্তি করানো হয়। বাবা-মেয়ে দু’জনেই একটি সংক্রামিত রোগে ভুগছিলেন। এতদিন হাসপাতালে থাকার পরও তারা পুরোপুরি সুস্থ হননি বলেই জানা গিয়েছে। এদিকে গোটা ঘটনায় পাল্টা আইনি পদক্ষেপের কথা ভাবছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর