বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরে আটকে ছিল কাজ। জমি জটের কারণে এগোচ্ছিল না রেল (Indian Railway) প্রকল্প। এবার সেই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কার্যত সময় বেঁধে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সেই সঙ্গেই রেলের কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে খুশি আমজনতা!
কুলপি-ডায়মন্ড হারবার-গুরুদাস নগর, এরপর গুরুদাস নগর হয়ে বাখড়াহাট, সেখান থেকে পূজালি ভায়া উলুবেড়িয়া। দীর্ঘদিন জমি জটের কারণে থমকে ছিল এই রেল প্রকল্পের কাজ। এবার এই নিয়ে উচ্চ আদালতের তরফ থেকে বড় রায় দেওয়া হল। তাতে খুশি বাখড়াহাট নাগরিক মঞ্চ ও স্থানীয় মানুষজন।
জানা যাচ্ছে, এই রেল প্রকল্প নিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে লেখা ছিল, রেল মন্ত্রক রেলের কাজ করতে ইচ্ছুক। তবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) জমি দিচ্ছে না, সেই কারণে আটকে রয়েছে রেল প্রকল্প। তবে এরপরেও কাজের কাজ কিছু হয়নি। শেষমেষ জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি।
আরও পড়ুনঃ মমতার সঙ্গে সাক্ষাতের পরেই ‘সুরবদল’! বৃহস্পতিতেই বড় মন্তব্য দিলীপ ঘোষের
বাখড়াহাট নাগরিক মঞ্চের তরফ থেকে রাম রাবণ পাল নামের একজন ব্যক্তি উচ্চ আদালতের দ্বারস্থ হন। এই নিয়ে তিনি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলাতেই এবার বড় রায় দিল হাইকোর্ট।
আদালতের নির্দেশ, আগামী ৪ মাসের মধ্যে রাজ্য ও রেল দফতরকে জমি অধিগ্রহণ করতে হবে। সেই সঙ্গেই রেলের কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই রায়ে হাসি ফুটেছে বহু মানুষের মুখে।
স্থানীয়দের বক্তব্য, এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে কম সময়ে ও কম খরচে দক্ষিণ ২৪ পরগণা থেকে কলকাতা পৌঁছনো যাবে। তবে এক্ষেত্রে প্রশ্ন, বছর দুয়েক আগে রেলমন্ত্রী চিঠি দিলেও জমি অধিগ্রহণের কাজ শুরু করেনি রাজ্য। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর কি সেই কাজ শুরু হবে? অনেককেই ভাবাচ্ছে এই বিষয়টি। শেষ অবধি কী হয় সেটাই দেখার।