আর নেওয়া যাবে না কোনো টোল, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ এখন থেকে আর পুর এলাকার রাস্তায় টোল আদায় করতে পারবে না দুর্গাপুর পুরসভা। নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ মত শিল্পতালুক দুর্গাপুরে টোল (Toll) আদায় বন্ধ করল দুর্গাপুর নগর নিগম। শহর জুড়ে নগর নিগমের অধীনে সাতটি টোল চলত। অভিযোগ ছিল রাজ্যকে কার্যত অন্ধকারে রেখে নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছাড়াই চলছিল এই টোলগুলি। এই নিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে।

দুর্গাপুরের নগর নিগমের আওতায় ওই সাতটি টোলের মাধ্যমে পণ্যবাহী গাড়িগুলি থেকে টোল আদায় না করার জন্য একাধিকবার ‘দুর্গাপুর স্মল স্কেল অফ ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন’ থেকে লিখিত আর্জি জানানো হয়েছিল। তবে তার কোনো উত্তর না মেলায় গত বছর নভেম্বর মাসে অ্যাসোসিয়েশন একটি মামলা করে হাইকোর্টে। সেই মামলাতেই টোল বন্ধের নির্দেশ হাইকোর্টের।

দুর্গাপুর পুরসভা এলাকায় কাঞ্জিলাল অ্যাভিনিউ, নাচান রোড, হ্যানিম্যান সরণি, নাসের অ্যাভিনিউ, বনফুল সরণি, পিসিবিএল ও শ্যামপুর এই সাতটি জায়গা থেকে টোল আদায় করত পুরসভা। হাইকোর্ট তরফে টোল বন্ধের নির্দেশ আসার পরেই তড়িঘড়ি সব ক’টি টোলের সামনে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে টোল প্লাজার একজন কর্মী বলেন, ‘আজ সকালেই পুরসভা থেকে নির্দেশ এসেছে। তার পর থেকে আমরা কোনও টোল আদায় করছি না।’ সূত্রের খবর, বছরে মোটা টাকা আদায় হয় এই টোল থেকে। যার পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। এবার হাইকোর্টের নির্দেশে টোল আদায় বন্ধের কারণে বেশ ক্ষতি হওয়ার সম্ভাবনা পুরসভার।

Calcutta High Court

আরও পড়ুন: সঞ্জয়ের মামলা লড়তে ইচ্ছুক! এগিয়ে এলেন ‘এই’ দাপুটে আইনজীবী! পরিচয় জানলে মাথা ঘুরে যাবে

এদিকে বিরোধীরা এই দুর্গাপুর নগর নিগমের টোল আদায় নিয়ে দেদারে দুর্নীতি চলতে বলে অভিযোগ তুলেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘টোল আদায়ের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন। হাইকোর্ট আমাদের কাছে লিখিত অনুমোদন পত্র জমা দিতে বলেছে। যেহেতু সেটা আমাদের হাতে নেই, তাই হাইকোর্টের নির্দেশ মত টোল আদায় বন্ধ রাখা হচ্ছে। তবে অবৈধ কোনও টোল নেওয়া হচ্ছে, সেরম কিছু নয়।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর