গাফিলতির জন্য তদন্ত হস্তান্তর হলেই শাস্তি! যা বললেন জাস্টিস ঘোষ…

বাংলা হান্ট ডেস্কঃ গাফিলতির প্রশ্নে মামলা হস্তান্তরের বিষয়ে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যার ফলে এবার থেকে কোনো তদন্তকারী অফিসারের বা আইও–র তদন্তে গাফিলতির কারণে মামলার তদন্তভার যদি নতুন কোনও অফিসার বা অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দেওয়া হয় তাহলে কড়া শাস্তি পেতে হবে ওই তদন্তকারী অফিসারকে।

মামলা হস্তান্তর হলেই আইও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ (Calcutta High Court)

থানা থেকে সিআইডি–র হাতে মামলার তদন্ত হস্তান্তর করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি তদন্ত হস্তান্তর করার প্রয়োজন হয়, তাহলে আগের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিচারপতি ঘোষ এপ্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, এতদিন যাঁর বা যাঁদের গাফিলতির জন্য মামলা হস্তান্তর করতে হতো, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হত না, আর এই কারণেই তাঁদের মনোভাবের কোনও পরিবর্তন হয় না।

আরও পড়ুন: কারা থাকবেন মমতার ২৭শের মিটিংয়ে? বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি দিল তৃণমূল

বিচারপতি ঘোষ এই বিষয়ে আগেও বিভিন্ন মামলায় সতর্ক করেছেন। এমনই একটি ক্ষেত্রে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিচারপতি ঘোষ বিভাগীয় পদক্ষেপেরও সুপারিশ করেছিলেন। আর এবার তিনি আরও স্পষ্ট ভাবে আদালতের অবস্থান জানিয়ে দিলেন। এছাড়াও রাজ্য পুলিশের তদন্তে দক্ষ অফিসারের অভাব নিয়েও উদ্বিগ্ন হাইকোর্ট।

Sudden loadshedding in Calcutta High Court on Wednesday

একটি মামলার প্রেক্ষিতে এব্যাপারে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলার কাছে তদন্তে দক্ষ অফিসারদের তালিকা আগামী দিনে চাওয়ারও ইঙ্গিত দিয়েছেন জাস্টিস ঘোষ। জানা যাচ্ছে, আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর