কঠোর অবস্থানে হাইকোর্ট! থানার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বিচারপতি ঘোষের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি থেকে আরজি কর কাণ্ড, এই রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। এবার পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthakar Ghosh) এই নির্দেশ দিয়েছেন।

পুলিশি অত্যাচারে মৃত্যুর অভিযোগ! সিবিআই তদন্তের নির্দেশ আদালতের (Calcutta High Court)

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২৬ আগস্ট। এক দশক আগে মাদক মামলার অভিযুক্ত মোহন মণ্ডলের ভাই শওকতকে মারধর করে গভীর রাতে তুলে নিয়ে যায় নদিয়ার মুরুটিয়া থানার পুলিশ। পরের দিন ভোরবেলা বাড়ি থেকে কিছুটা দূরের এক বাঁশ বাগানে উদ্ধার হয় শওকতের মৃতদেহ।

পুলিশি অত্যাচারে শওকতের মৃত্যুর অভিযোগ তোলে তাঁর পরিবার। বিচার চেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হন মোহন। তবে কোনও লাভ হয়নি। পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন শওকতের স্ত্রী মঞ্জুরা বিবি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই মামলা করেন তিনি। এবার সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুনঃ রাজ্যের সব দফতরের বিরুদ্ধে মামলা নিয়ে তৎপর! মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন মমতা

এদিকে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হতেই শওকতের দাদা এবং পরিবারের বিরুদ্ধে অন্য খুনের মামলা করে পুলিশ। একটি খুনের মামলা ধামাচাপা দিতে তাঁদের আরেকটি খুনের মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করে শওকতের পরিবার। এই মর্মে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।

Calcutta High Court

এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই সঙ্গেই উক্ত থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়। এবার পুলিশি হেফাজতে শওকতের মৃত্যুতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হল।

জানা যাচ্ছে, এদিন হাইকোর্টে (Calcutta High Court) শুনানির সময় আরজি কর কাণ্ড ও আরজি কর আর্থিক দুর্নীতি মামলার কথা উঠে আসে। এই দুই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তাহলে এক্ষেত্রে কেন হবে না? এই প্রশ্ন তোলা হয়। অবশেষে শওকতের মৃত্যুতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেয় আদালত। এবার এই মামলা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X