বাংলা হান্ট ডেস্কঃ মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে পথকুকুরদের ওপর নির্যাতনের খবর। কখনও মারধর, কখনও আবার কিছু খাইয়ে প্রাণে মারার অভিযোগ সামনে আসতে দেখা যায়। এই আবহে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের সেই রিপোর্ট জমা পড়েছে।
সব পুরসভায় নির্দেশিকা পাঠানোর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)
পথকুকুরদের ওপর আক্রমণের ঘটনায় লাগাম টানতে এবার উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। এখন থেকে আর মন চাইলেই ওদের যা খুশি খাওয়ানো যাবে না। খাবার খাওয়ানোর ইচ্ছা হলে কী খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, সবটাই এবার নির্দিষ্ট করে দেওয়া হল। রাজ্যের ওই নির্দেশিকায় এই বিষয়ে বিশদে লেখা রয়েছে বলে খবর।
সম্প্রতি পথকুকুরদের খাওয়ানো ঘিরে মারধর, অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন এক পশুপ্রেমী। দক্ষিণ ২৪ পরগণা নিবাসী ওই ব্যক্তির নাম অর্ণব চক্রবর্তী। ভবিষ্যতে যাতে এই সমস্যার সমাধান হয়, সেই জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশ মতো সমাধানের পথে হাঁটে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ‘সরি, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার…’! তুমুল আক্রমণ সঞ্জয়ের! পাল্টা দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি
রিপোর্ট বলছে, রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে পথকুকুরদের (Stray Dogs) খাওয়ানোর জন্য কয়েকটি জায়গা নির্ধারণ করে দেওয়া হবে, সেখানেই তাদের খাওয়াতে হবে। সাধারণ মানুষ চলাচল করে এমন জায়গায় খাওয়ানো যাবে না। সেই সঙ্গেই নির্দিষ্ট স্থানে পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। কোন সময়ে খাওয়ানো যাবে, সেটাও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য। সকাল ৭টা এবং সন্ধ্যা ৭টা, এই দুই সময়েই পথকুকুরদের খেতে দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
রাজ্যের বেঁধে দেওয়া তালিকা অনুযায়ী, পথকুকুরদের ভাত, রুটি, মাছ, মাংস খেতে দেওয়া যাবে। দোকান থেকে মাংসের হাড় কিংবা ছাঁট কিনে এনে সেটা রান্না করে দিতেও বাধা নেই। কেউ চাইলে দোকান থেকে কিনেও খাওয়াতে পারেন। তবে অতিরিক্ত তেল, ঝাল দেওয়া খাবার দেওয়া যাবে না। সেই সঙ্গেই পথকুকুরদের দুধ, দুধের তৈরি খাবার, চকোলেট, মিষ্টি ফল, পেঁয়াজ-রসুন ও অ্যালকোহল জাতীয় খাবার খেতে দেওয়া যাবে না।
এছাড়া খাবার দেওয়ার পর সেই জায়গা পরিষ্কার করতে হবে। কোনওভাবেই রাস্তা নোংরা করলে চলবে না। কেউ যদি পুরসভার তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া জায়গায় না খাওয়ান, তাহলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। পাশাপাশি পশুপ্রেমীদের হেনস্থা করলেও এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের এই রিপোর্ট জমা পড়েছে বলে খবর। আদালতের নির্দেশ, রাজ্যের সকল পুরসভায় এই নির্দেশিকা পাঠিয়ে দিতে হবে। সব ঠিক মতো হয়েছে কিনা সেটা কলকাতা পুরসভা ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে আগামী বুধবারের মধ্যে জানাতে হবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।