‘দুর্নীতির অভিযোগ আছে, তদন্ত হলে পুরো প্যানেল বাতিল…’, প্রাইমারি মামলায় যা বলল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহেই হাইকোর্টের (Calcutta High Court) রায়ে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের গোটা প্যানেল। যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। নজিরবিহীন এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। এরই মাঝে এবার প্রাথমিকে (Primary Job) বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মালদা জেলায় নিয়োগ নির্দেশ দিল উচ্চ আদালত।

২০১০ সালে বাম আমলে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে ক্ষমতায় এসে সেই গোটা প্যানেল বাতিল করে তৃণমূল সরকার। পরে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ শুরু করে রাজ্য সরকার। মালদহের কয়েক জন প্রার্থী সেই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে আদালতের দ্বারস্থ হন।

২০০৯ সালে পরীক্ষা দিয়েছিলেন সেই সকল পরীক্ষার্থীরা। মাঝে কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। অবশেষে ২০২৪ সালে এসে তাদের নিয়োগ নির্দেশ দিল আদালত। শুক্রবার এই মামলায় নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। আগামী দু’মাসের মধ্যে ২৫০ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এদিন বিচারপতি মান্থারর নির্দেশ, এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত মালদহের যে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন, তাদের সকলকেই চাকরি দিতে হবে। বাম আমলের নিয়োগ প্রক্রিয়াতেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। শূন্যপদের ভিত্তিতে হবে নিয়োগ। যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

Calcutta High Court

আরও পড়ুন: ‘গর্ত খুঁড়েছিল দিলীপ, অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু…’, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক সুকান্ত

শুক্রবার প্রাথমিকের মামলার শুনানিতে বিচারপতি বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘এই নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্ত হলে পুরো প্যানেল বাতিল হতে পারত। কিন্তু এত দিন পরে আদালত মনে করছে, কিছু মানুষ অন্তত চাকরি পাক।’’ প্রসঙ্গত, এই একই প্রক্রিয়ায় বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ৪০০ পরীক্ষার্থীকে চাকরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর