রামনবমীর মিছিলে হামলা! ‘তদন্তভার NIA-র কাছেই যাওয়া উচিত’! বিরাট মন্তব্য হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের মতো এই বছরও রামনবমীর (Ram Navami) দিন রাজ্যের বেশ কিছু এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। তার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ। এই বছর রামনবমীতে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার অধীন শক্তিপুর এলাকা অশান্ত হয়ে উঠেছিল। অভিযোগ, মিছিলে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এবার এই মামলায় বিরাট মন্তব্য করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

শুক্রবার উচ্চ আদালত জানায়, পুলিশি রিপোর্টে মুর্শিদাবাদে (Murshidabad) রামনবমীর দিন বোমাবাজির অভিযোগ রয়েছে। যদি তেমনটাই হয় তাহলে তদন্তভার এনআইএ-র (National Investigation Agency) কাছেই যাওয়া উচিত। একইসঙ্গে আদালত বলে, সময় যত গড়াবে, তথ্যপ্রমাণ বিকৃতির সম্ভাবনাও ততটাও বাড়বে। আজ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

এদিন হাই কোর্ট বলে, কোনও ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের তরফ থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না যাতে অশান্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) আদালতে জানায়, ইতিমধ্যেই ওই ঘটনার প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। রিপোর্ট দিতে আরও কিছুটা সময় লাগবে বলে জানায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ ‘হিম্মত থাকলে ওই ভিডিও দেখান’! শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালকে সরাসরি ‘চ্যালেঞ্জ’ অভিষেকের

উল্লেখ্য, মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ১০ মে তথা আজ প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আজ এই ঘটনাতেই আদালত জানাল, রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমা পড়ার অভিযোগ পুলিশি রিপোর্টেও রয়েছে। যদিও এমনটাই হয়ে থাকে তাহলে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র হাতে তুলে দেওয়া উচিত। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৩ জুন।

Calcutta High Court

এই এই মামলার শুনানি চলাকালীন জেলাশাসককে কড়া নির্দেশ দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কোনও রাজনৈতিক নেতা সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু সম্প্রদায় সম্বন্ধে কোনও প্রকার মন্তব্য অথবা প্রচার করতে পারবে না। এই বিষয়ে তাঁকে কড়া নজর রাখতে হবে। স্থানীয় স্তরেও এই বিষয়ে অবগত করে দেওয়ার কথা বলেন প্রধান বিচারপতি। আগামী ১৩ জুন তথা মামলার পরবর্তী শুনানির দিন এনআইএ-কে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর