সশরীরে হাজিরা দিতে হবে! সরকারি কর্মীকেই বড় নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালের ২৭ জুন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৬ বছর। এখনও ওই নির্দেশ কার্যকর হয়নি। এরপর এই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (Justice Arindam Mukherjee) ও বিচারপতি রবি কৃষান কাপুরের (Justice Ravi Krishna Kapur) ডিভিশন বেঞ্চ।

কোন মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?

হাওড়ার গোলাবাড়ি থানা অঞ্চলের ফকিরবাগান লেনে একটি অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। বছর ছয়েক আগে সেটি ভাঙার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু এখনও হাওড়া পুরসভা সেই নির্দেশ কার্যকর করতে পারেনি বলে অভিযোগ। এই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। তাতে গত ২৫ এপ্রিল রিপোর্ট দিয়ে পুরসভা জানায়, ওই বেআইনি নির্মাণের দখলদারদের এখনও উচ্ছেদ করা যায়নি। তবে সংশ্লিষ্ট নির্মাণ খালি করতে নোটিশ জারি করা হয়েছে।

শুধু তাই নয়, ওই অবৈধ নির্মাণ (Illegal Construction) ভাঙা নিয়ে আদালতের নির্দেশ কার্যকর না হওয়া প্রসঙ্গে পুরসভা ও পুলিশ একে অপরের দিকে দায় ঠেলাঠেলি করছে বলে খবর। স্বভাবতই বিষয়টিতে অসন্তুষ্ট বিচারপতি মুখোপাধ্যায় ও বিচারপতি কাপুরের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি! নেপথ্যে কি পাক-যোগ? খতিয়ে দেখছে পুলিশ

হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) দাবি, ফকিরবাগান লেনের ওই অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে একাধিকবার থানার সহায়তা চাওয়া হলেও কোনও পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। অন্যদিকে পুলিশের তরফ থেকে আবার পুর আধিকারিকদের গড়িমসির দিকেই আঙুল তোলা হচ্ছে।

Calcutta High Court

বেআইনি নির্মাণ সংক্রান্ত এই মামলায় সব পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ ও পুরসভা, দুই পক্ষেরই আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রে কোনও সদিচ্ছা নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক। এরপরেই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এত বছর পরেও আদালতের নির্দেশ কেন কার্যকর হয়নি, সেটা গোলাবাড়ি থানার আইসিকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা করতে হবে। গ্রীষ্মকালীন অবকাশের পর ফের এই মামলার শুনানি হবে বলে খবর।

উল্লেখ্য, বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা হয়েছে। বহু ক্ষেত্রে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বছর ছয়েক আগে হাওড়ার গোলাবাড়ি থানা অঞ্চলের ফকিরবাগান লেনের ওই বেআইনি নির্মাণ নিয়েও এমনই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এত বছরেও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় গোলাবাড়ি থানার আইসিকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিল বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কাপুরের ডিভিশন বেঞ্চ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X