অবিলম্বে বন্ধ করুন! বেজায় ‘ক্ষুব্ধ’ বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ‘অন্য কিছু শুনতে চাই না। দ্রুত ওই কাজ বন্ধ করুন’! মামলা হতেই নির্মাণ বন্ধের কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কোন থানা এলাকায় এই কাজ হচ্ছে, সেটাও জানতে চান বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশ দেয় উচ্চ আদালত।

পুলিশকে ওই নির্মাণকাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নির্মাণকাজ হচ্ছে। বাচ্চাদের খেলার মাঠ খুঁড়ে এই নির্মাণকাজের প্রবণতা ‘ভয়ঙ্কর’, পর্যবেক্ষণ উচ্চ আদালতের। দ্রুত ওই নির্মাণ কাজ বন্ধ করার পাশাপাশি ওই মাঠের পরিবেশ আগের মতো অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু (Justice Biswajit Basu)।

প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নির্মাণের অভিযোগ তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন একজন অভিভাবক। তিনি জানান, তাঁর মেয়ে ওই বিদ্যালয়ের ছাত্রী। ওই স্কুল সংলগ্ন খেলার মাঠ খুঁড়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে বাচ্চাদের আর খেলার জায়গা থাকবে না। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন অনুসারে, প্রত্যেকটি বিদ্যালয়ের সঙ্গে খেলার মাঠ থাকার দরকারি। বিগত প্রায় পাঁচ দশক ধরে ওই মাঠ রয়েছে। এখন আচমকা কী এমন প্রয়োজন পড়ল যে ওই মাঠে নির্মাণ শুরু হয়েছে?

আরও পড়ুনঃ ভূরি ভূরি অভিযোগ! রাজ্যে কেন আটকে CBI-এর দুর্নীতি-তদন্ত? ‘আসল কারণ’ ফাঁস হতেই তোলপাড়

মামলাকারীর আইনজীবীদের দাবি, আইন অনুযায়ী ওই কাজ হচ্ছে না। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের আইনজীবীও এদিন জানান, ওখানে খেলার মাঠ (Playground) থাকা প্রয়োজন। বিদ্যালয়ের মাঠে নির্মাণ হওয়া উচিত নয়। ওই স্কুলের জায়গাটির জন্য বিএলআরও-কে নির্দেশ দেওয়ার কথা বলেন তিনি।

অন্যদিকে রাজ্যের আইনজীবী বলেন, তিনি জানতে পেরেছেন অন্য জায়গা থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরিয়ে ওই মাঠে নিয়ে আসা হবে। সেই কারণে ওই নির্মাণ হচ্ছে। একথা শুনে বিচারপতি বসু বলেন, ‘এটা আপনারা কীভাবে করতে পারেন? প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কী সম্পর্ক? নিজেদের নীতি বদল করুন। এভাবে কেন নির্মাণ করতে হবে’?

Calcutta High Court

জানা যাচ্ছে, প্রায় সাত দশক আগে একজন ব্যক্তি বিদ্যালয় ও খেলার মাঠ তৈরির জন্য মৌখিকভাবে ওই জমি দান করেছিলেন। ওই ব্যক্তির প্রয়াণের পর বিদ্যালয় ওই জায়গা ব্যবহার করছে। অভিযোগ, সম্প্রতি ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অশোক মাইতি ওই খেলার মাঠ খুঁড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানাচ্ছেন। উচ্চ আদালত (Calcutta High Court) অবধি জল গড়াতেই বড় নির্দেশ এসে গেল।

সোমবার ওই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, ‘দ্রুত ওই কাজ বন্ধ করুন। অন্য কিছু শুনতে চাই না। এমন কাজ কোন থানা এলাকায় হচ্ছে? ওই মাঠের পরিবেশ আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন। ওই মাঠে আবার যেন আগের মতো বাচ্চারা খেলতে পারে’। আদালতের নির্দেশ কার্যকর হয়েছে, এই মর্মে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর