‘রাজ্যের অবস্থা দুঃখজনক’! বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বসু! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের (Government of West Bengal) হয়ে লড়াই করতে এজলাসেই যেতে চান না সরকারি আইনজীবীরা! এবার সরকারি আইনজীবী রদবদলের পর প্যানেল নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। সেই সঙ্গেই বড় নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

কী নির্দেশ দিলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি?

আইনজীবীদের মধ্যে প্রায়ই একটি প্রশ্ন ঘুরপাক খেতে শোনা যায়। তা হল, সরকারি আইনজীবীদের প্যানেলে কি শুধুমাত্র তৃণমূলের দলীয় কর্মীরাই থাকবেন? মাঝেমধ্যে খোদ বিচারপতিরাও সরকারি আইনজীবীদের নিয়ে বিরক্ত হন। তবে এবার সম্পূর্ণ প্যানেল নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন জাস্টিস বসু।

জানা যাচ্ছে, একটি মামলা ঘিরে এই ঘটনার সূত্রপাত। একটি ব্যক্তিগত মামলায় মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, গত ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে শুনানির কথা ছিল। তবে রাজ্যের তরফ থেকে আইনজীবী উপস্থিত না হওয়ার কারণে শুনানি সম্ভব হয়নি। সম্প্রতি শুনানির আগের দিন আলাদা করে এই বিষয়ে রাজ্যকে জানানো হয়।

আরও পড়ুনঃ ‘নেতাদের পায়ে তেল দিয়ে পড়ে থাকেন, তাঁদের মুখে লাথি মারি’! নাম না করেই কেষ্টকে তুলোধোনা TMC নেতার?

জানা যাচ্ছে, অফিসে খোঁজ নেওয়ার পর ওই আইনজীবী জানতে পারেন, সহিদুর রহমানের একজন আইনজীবীকে (Lawyer) ওই মামলার জন্য নিযুক্ত করা হয়েছে। কিন্তু তাঁর নাকি ওই মামলা লড়ার কোনও ইচ্ছাই নেই! একথা আইনজীবী রহমান নিজেই জানিয়েছেন। একথা শোনার পরেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Calcutta High Court

জাস্টিস বসুর পর্যবেক্ষণ, রাজ্যের এহেন অবস্থা দুঃখজনক! হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বলেন, শুধু এই একটি মামলা নয়, বেশিরভাগ মামলাতেই রাজ্যের হয়ে লড়তে সরকারি উকিলরা এজলাসে যেতে চান না। এই প্যানেল নিয়ে রাজ্যকে বিবেচনা করতে হবে। নির্দেশের কপি আইনমন্ত্রীকে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

জানা যাচ্ছে, নতুন প্যানেলে বহু অভিজ্ঞ তথা সিনিয়র আইনজীবী স্থান পাননি। এবার সেই প্যানেল নিয়েই প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যকে এই প্যানেল নিয়ে বিবেচনা করতে হবে বলে জানান তিনি। একইসঙ্গে জাস্টিস বসুর নির্দেশ, অর্ডার কপি আইনমন্ত্রীকে পাঠিয়ে দিতে হবে। এদিকে আইনজীবী রহমানকে এই মামলা থেকে আদালত সরিয়ে দিয়েছে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর