হাইকোর্টে ফের জোর ধাক্কা রাজ্যের! বিচারপতি সিনহার এক রায়ে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের ঘটনার প্রতিবাদে প্রায় রোজই রাজ্যের কোনও না কোনও প্রান্তে মিছিল বেরোচ্ছে। অপরাধীর শাস্তি এবং তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে পথে নামছে মানুষ। বুদ্ধিজীবী এবং আইনজীবীদের একাংশও এই ইস্যুতে মিছিল করতে চেয়েছিল। তবে পুলিশ অনুমতি দেয়নি। শেষমেষ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতেই বিরাট নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

  • রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের (Calcutta High Court)!

আরজি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) ‘কালচারাল অ্যান্ড লিটারারি বেঙ্গল’ নামক একটি সংগঠনের তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। ৩ সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় অবধি মিছিল করতে চান তারা। পুলিশের কাছে অনুমতি চাইতেই তা খারিজ করে দেওয়া হয়। তবে হাইকোর্টের দ্বারস্থ হতেই মিলল অনুমতি।

  • পুলিশ না দিলেও অনুমতি দিল হাইকোর্ট

শুক্রবার জাস্টিস অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন সংগঠনের আইনজীবী বলেন, শান্তিপূর্ণ মিছিলে রাজ্যের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় অবধি ১০০০ জনের মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। পাল্টা রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, মিছিলের সময় নিয়ে তাদের আপত্তি রয়েছে। কারণ যে সময় মিছিল করার কথা বলা হচ্ছে, তখন অফিস ছুটি হয়। তাই রাজ্য স্রেফ সময় বদলাতে চাইছে।

আরও পড়ুনঃ ‘আজ রাতে..,’ জেলের মধ্যে কী ‘আবদার’ করছে আর জি কর কাণ্ডের সঞ্জয়? জানলে মাথা ঘুরে যাবে

জানা যাচ্ছে, এই মিছিলের সময় নিয়েই শুধু আপত্তি জানিয়েছিল রাজ্য। উভয় পক্ষের কথা শুনে বিচারপতি সিনহা বলেন, ‘চারিদিকে বিক্ষোভ হচ্ছে, শুধুমাত্র সময় বেঁধে দিলেই আপনি কি সেটা আটকাতে পারবেন?’ এরপরেই বুদ্ধিজীবী এবং আইনজীবীদের একাংশের ডাক দেওয়া ওই মিছিলে অনুমতি দেয় আদালত (Calcutta High Court)।

Calcutta High Court

এদিন অবশ্য বেশ কিছু শর্তসাপেক্ষে মিছিলের (Rally) অনুমতি দিয়েছে হাইকোর্ট। মিছিলের জন্য যাতে আমজনতার কোনও রকম সমস্যা না হয় সেটা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ৩:৩০ থেকে রাত ৮টা অবধি ‘কালচারাল অ্যান্ড লিটারারি বেঙ্গল’ নামক সংগঠনটি মিছিল করতে পারবে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার আগামী ৩ সেপ্টেম্বর হতে চলা এই মিছিলের অনুমতি দেবেন। উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় বর্তমানে ফুঁসছে গোটা বাংলা। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন সকলে। নির্যাতিতার সুবিচারের পাশাপাশি অপরাধীর শাস্তির দাবিতে সরব প্রত্যেকে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর