দুর্নীতিতে জড়িয়েছে নাম! সেই ব্যক্তিই সরকারের বিশেষ পদে! বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) দীর্ঘদিন ধ্যরেই সরগরম রাজ্য-রাজনীতি। এই মামায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। পার পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এই মামলায় এখনও জেলমুক্তি হয়নি তাঁর। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও এই মামলায় এখনও জেলবন্দি রয়েছেন আরও অনেকে। আবার অনেকেই ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আদালতের নির্দেশে আগেই চাকরি হারিয়েছিলেন তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম। তাই এহেন অভিযুক্তকে জেলা শিক্ষা দফতরের বিশেষ পদে নিয়োগ করায়, এবার তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

জানা যাচ্ছে, অবিলম্বে এই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন।আদালত সূত্রের জানা যাচ্ছে, ২০১১ সালে সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ দুর্নীতির মামলায়  নাম জড়িয়েছিল এই সিরাজুল ইসলামের।

কলকাতা হাইকোর্টের তরফে সেই সময় একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত সূত্রে সেই কমিটি জানায় সিরাজুল ইসলাম নিয়োগ দুর্নীতিতে যুক্ত। এমনকি দুর্নীতি করেই নাকি চাকরি পেয়েছেন তিনি। তারপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল করে দেওয়া হয় তার।

আরও পড়ুন: দোলের মুখে খুশির খবর! বাড়ল মজুরি, বিরাট তথ্য দিলেন রাজ্যের মন্ত্রী

অভিযোগ উঠছে নিয়োগ মামলায় নাম জড়ানোর পরেও হাওড়া তৃণমূল শিক্ষা বন্ধু সেলের প্রভাবশালী এই নেতাকে বিশেষ পদে বসিয়েছিল রাজ্য। কিন্তু তারপরেও থিতু হননি এই নেতা। শিক্ষা দফতরের বিশেষ পদের দায়িত্ব মিলতেই নাকি আবার বিরাট দুর্নীতি করেন সিরাজুল,এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

First time 8 women Justice in Calcutta High Court

জানা যাচ্ছে, এই  নিয়ে আদালতে ইতিমধ্যেই জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। ওই মামলার সূত্র ধরেই এদিন অভিযুক্ত নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালতের প্রশ্ন নিয়োগ দুর্নীতির দায়ে চাকরি হারানো একজন নেতা কীভাবে সরকারের বিশেষ পদে নিযুক্ত হলেন?

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর