‘চুপিসারে’ OBC সমীক্ষা চালাচ্ছে রাজ্য! হাইকোর্টের ভর্ৎসনার মুখে সরকার, বড় নির্দেশ আদালতের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য (Government of West Bengal)। ওবিসি সমীক্ষার ক্ষেত্রে এত লুকোচুরি কেন করা হচ্ছে? এবার প্রশ্ন তুলল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Justice Tapabrata Chakraborty) ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যা হল…

২০২৪ সালের ২২ মে ওবিসি সংরক্ষণ নিয়ে বিরাট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১০ থেকে যত ওবিসি সংরক্ষণ হয়েছিল, সবগুলিতে স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত। জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। তবে কোনও লাভ হয়নি। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি এদেশের সর্বোচ্চ আদালত।

এরপর রাজ্য জানান, নিয়ম মেনে ফের নতুন করে ওবিসি সমীক্ষা (OBC Survey) করানো হচ্ছে। এরপর এই সমীক্ষা ঘিরেই নানান প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্যের কি আদৌ এই সমীক্ষা করার এক্তিয়ার রয়েছে? এই প্রশ্ন তুলে মামলা হয়। এবার সেই মামলার শুনানিতেই হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার প্রত্যাঘাত! ক্ষতিগ্রস্ত শত্রু পাকিস্তানের একের পর এক মসজিদ, বিবৃতি দিয়ে ক্ষয়ক্ষতি জানাল ইসলামাবাদ

জানা যাচ্ছে, মঙ্গলবারের শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘কোনও প্রকার বিজ্ঞাপন না দিয়ে, কেবলমাত্র যে ১১৩টি সম্প্রদায়ের সংরক্ষণ বাতিল করা হয়েছে, তাঁদের নিয়েই আবার সমীক্ষা করা হচ্ছে। অন্য কোনও সম্প্রদায়ের দাবি বিবেচিত হচ্ছে না’। একথা শোনার পরেই একাধিক প্রশ্ন করে আদালত।

Calcutta High Court

হাইকোর্ট জানতে চায়, ওবিসি সমীক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন? কোনও প্রকার বিজ্ঞাপন না দিয়ে কেন সমীক্ষা চালাচ্ছে রাজ্য (Government of West Bengal)? ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে সংবাদপত্র ও পঞ্চায়েত স্তর অবধি বিজ্ঞাপন দিয়ে এই সমীক্ষা করতে হবে। একইসঙ্গে আদালত জানিয়েছে, এখনই তারা এই সমীক্ষায় হস্তক্ষেপ করবে না।

উল্লেখ্য, গত বছর ওবিসি সংরক্ষণে হাইকোর্ট (Calcutta High Court) স্থগিতাদেশ দিতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকার। যদিও তাতে কোনও সুরাহা হয়নি। এবার ওবিসি সমীক্ষাকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় প্রশ্নের মুখে পড়ল রাজ্য। বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X