‘এখনই FIR করে হেফাজতে নিয়ে জেরার নির্দেশ দেব’! বড় মন্তব্য ‘ক্ষুব্ধ’ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি আইনজীবী (Government Lawyer) কেন হাজির ছিলেন না? কারণ দেখিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার সেই মতো বসিরহাট আদালতের (Basirhat Court) সরকারি আইনজীবী জামিন মামলায় উপস্থিত না থাকার কারণ দেখিয়ে উচ্চ আদালতে হলফনামা জমা দেন। এরপরেই বড় নির্দেশ দিয়ে দেয় আদালত।

বিরাট নির্দেশ দিয়ে দিল ‘ক্ষুব্ধ’ হাইকোর্ট (Calcutta High Court)!

বসিরহাট আদালতের এজলাসে হইচই হয়। অভিযোগ ওঠে, বিচারক কাজে বাধা পেয়েছেন। সেই ঘটনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। উচ্চ আদালতের তরফ থেকে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী গতকাল হলফনামা দেওয়া হয়।

এদিন শুনানি চলাকালীন হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী জানান, ২০১২ সালে একইরকমভাবে সেখানকার এজলাসে হইহই হয়েছিল। বিচারকের সামনে উপস্থিত করা ৬৩ জন বন্দিকে ছাড়িয়ে দিয়ে আদালতকক্ষ ফাঁকা করা হয়। কর্মবিরতির মধ্যে আদালতের মধ্যে কাজ চলছিল বলে এমনটা করা হয়! একথা শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি।

আরও পড়ুনঃ হাইকোর্টের দ্বারস্থ হতেই খুলল কপাল! BJP-র পক্ষে বড় রায় দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?

তিনি বলেন, ‘এটা তো অবিশ্বাস্য! এরা তো সব কিছু পারে। যারা ৬৩ জন ক্রিমিনাল কেসের ধৃতকে বিচারকের সামনে থেকে বের করে নিয়ে এজলাস ফাঁকা করতে পারে, তাঁরা সব কিছু পারে। তাঁদের কোনও বক্তব্য আর থাকতে পারে বলে মনে করি না’।

এখানেই না থেমে বিচারপতি আরও বলেন, ‘এরা পরনে কালো কোট চাপালেও, এরা এই পেশার লোক হতে পারে না। এখনই FIR করে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরার নির্দেশ দেব। এদের কোনও ভাবে ক্ষমার কোনও জায়গা নেই’।

Calcutta High Court

হাইকোর্টের আইনজীবী এদিন আরও বলেন, এবার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের ৬ জন সেই সময়ও অভিযুক্ত ছিলেন। এবার ওই ৬ জন উচ্চ আদালতের নির্দেশ হলফনামা দিয়ে ওই ঘটনায় জড়িত থাকার কথা মেনে নিয়েছে।

রাজ্যের তরফ থেকে এদিন জানানো হয়, আইনজীবীদের বসার জন্য সেখানে একটি নির্মাণ বানানো হচ্ছে। সেখানে কাজ চলছে বলে জানানো হয়। সেকথা শুনে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangshu Basak) জিজ্ঞেস করেন, ‘ওই নির্মাণের সাইট প্ল্যান কোথায়?’ রাজ্যের আইনজীবী বলেন, সেটা তাঁদের কাছে নেই।

একথা শুনে হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্ন, ‘এতখানি প্রভাবশালী যে সাইট প্ল্যান বানাতে দেয়নি? কালকের মধ্যে সাইট প্ল্যান চাই’। বুধবারের মধ্যে সেই সাইট প্ল্যান চেয়েছে উচ্চ আদালত। এরপর শুনানি স্থগিত করে দেওয়া হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর