বাংলা হান্ট ডেস্কঃ জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন আর জি কর (RG Kar) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। সোমবার তার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন সন্দীপকে নিম্ন আদালতেই জামিনের আবেদন করতে হবে। অর্থাৎ সিবিআই-এর বিশেষ আদালতেই আবেদন করতে হবে তাকে।
আর জি কর মামলায় ধৃত সন্দীপ ঘোষের দাবি ছিল, এই মুহূর্তে তাকে জেলে রাখা বেআইনি। প্রাক্তন অধ্যক্ষর যুক্তি ছিল, গত ৭ অক্টোবরের পর ফের ২১ অক্টোবর তাকে নিম্ন আদালতে পেশ করার কথা ছিল। তবে সেদিনও সিবিআই তাকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদনই জানায়নি। তাই এই মুহূর্তে তাকে জেলে আটকে রাখা বেআইনি।
যদিও ধৃত সন্দীপের আবেদনে বিচারপতির নির্দেশ, এই বিষয়ে বিশেষ সিবিআই কোর্টেই আবেদন জানাতে হবে তাকে। সন্দীপ ঘোষকে পেশ করা হয়েছে কি হয়নি সেই বিষয়ে বিচারের ক্ষমতা রয়েছে নিম্ন আদালতের হাতে। ফলত প্রাক্তন অধ্যক্ষর যুক্তি খারিজ করে হাইকোর্ট জানিয়ে দিল এই বিষয়ে হস্তক্ষেপ করবে না।
আরও পড়ুন: ১০ থেকে ১৫ তারিখের…! ফ্রি’তে মিলবে পরিষেবা, বিরাট পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, গত আগস্ট মাসে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পরই সামনে আসে সন্দীপের নাম। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সন্দীপবাবু। পরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়।