বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের একবার মুখ থুবড়ে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য পুলিশের ডিজি, মনোজ মালব্যের (Manoj Malabya) বিরুদ্ধে শুভেন্দুর আদালত অবমাননার মামলা অবশেষে খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এই নিয়ে পরপর দুবার হাইকোর্টে ধাক্কা খেলেন বিজেপি (BJP) নেতা।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই শাসকদলকে কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। কখনো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়, তো কখনো আবার তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশ; শুভেন্দুবাবুর নিশানায় উঠে এসেছে একের পর এক ইস্যু।
সেই ধারা বজায় রেখে গত ৭ ই জানুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিজেপি নেতা। এক্ষেত্রে জানুয়ারি মাসে নেতাই গ্রামে শহীদ স্মরণে যোগদান করার জন্য রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেখানে তাঁকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়, এহেন অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা।
শুভেন্দুর অভিযোগ, আদালতের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, বিরোধী দলনেতা বাংলার যেকোনো প্রান্তে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। তা সত্ত্বেও কেন নেতাইয়ে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়, সেই অভিযোগ তুলে ডিজি, ঝাড়গ্রামের এসপি এবং অতিরিক্ত এসপির বিরুদ্ধে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী।
পরবর্তীতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মনোজ মালব্যকে তলব করা হয়। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে কেন নেতাইয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ডিজিকে আর অবশেষে এদিন মামলার শুনানি চলার পর অবশেষে তা খারিজ করে দিলেন বিচারপতি।
প্রসঙ্গত, নেতাইয়ে গণহত্যার ঘটনায় শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করার জন্য গত ৭ ই জানুয়ারি নেতাইয়া রওনা দেন শুভেন্দু অধিকারী। তবে দুপুরের দিকে রওনা দেওয়ার সময় আচমকাই তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেয় পুলিশ, যে ঘটনাকে কেন্দ্র করে সেই সময় সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। পরবর্তীতে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো শেষ পর্যন্ত এদিন তা খারিজ করে দেওয়ায় ফের একবার ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী।