‘ভুল বোঝাচ্ছেন? সোজা জেলে পাঠাব’! এবার কড়া নির্দেশ দিল ‘ক্ষুব্ধ’ হাইকোর্ট! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ ‘অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাব!’ বৃহস্পতিবার এক মামলার শুনানিতে এমনই হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam) ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তখনই ক্ষোভ উগড়ে দেন প্রধান বিচারপতি।

কোন মামলায় এই হুঁশিয়ারি দিল হাইকোর্ট (Calcutta High Court)?

সাম্প্রতিক অতীতে একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেআইনি নির্মাণ (Illegal Building)। খাস কলকাতার বুকে গার্ডেনরিচকাণ্ড, বাড়ি হেলে পড়ার মতো ঘটনা ঘটেছে। এবার অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি মামলাতেই কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে ঘোর অসন্তোষ প্রকাশ করল উচ্চ আদালত।

হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির হুঁশিয়ারি, ‘আদালতকে ভুল বোঝাচ্ছেন? অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাব!’ জানা যাচ্ছে, ওয়াটগঞ্জের একটি বাড়ির তিন তলা থেকে পাঁচ তলা অবৈধভাবে করার অভিযোগ উঠেছিল। কেএমসির ইঞ্জিনিয়াররা পরীক্ষা না করেই সেই প্ল্যানের অনুমতি দেয় বলে অভিযোগ। এই নিয়ে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

এদিন প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ইঞ্জিনিয়ারদের জমা করা হলফনামা দেখে ক্ষুব্ধ হয় হাইকোর্ট। কেএমসির ইঞ্জিনিয়ারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুনঃ হয়ে যান সতর্ক! কিছুক্ষণেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হবে এই সব জেলা, আবহাওয়ার বড় খবর

ইঞ্জিনিয়ারদের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘অফিসার কাকে সাহায্য করছেন? আজই পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে সাসপেন্ড করব?’ কিছুক্ষণ থেমে বিচারপতি আরও বলেন, ‘ভাবছেন অবসরের সময় হয়ে এসেছে। তার আগে এক্ষুনি সাসপেন্ড করে দেব?’

Calcutta High Court

এই মামলায় পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘ওয়াটগঞ্জ থানার বিরুদ্ধেও অভিযোগ এসেছে। মামলাকারীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। দুর্নীতি দেখলে অন্তত কড়া কিছু পদক্ষেপ গ্রহণ করুন। তাহলে এরপর বাকিরা ভয় পাবেন’।

এদিনের শুনানিতেই ওয়াটগঞ্জের ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওখানে কেউ যদি উঠতে না চায়, তাহলে আগামী ১৬ মের মধ্যে পুলিশকে দিয়ে ওই বাড়ি খালি করাবেন। বাড়ি ভাঙা হয়েছে কিনা সেটা ছবি দিয়ে আদালতে রিপোর্ট জমা করতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর