বাংলা হান্ট ডেস্কঃ গত ৯ আগস্ট ওলটপালট হয়ে গিয়েছে তাঁদের জীবন। এরপর থেকে সন্তানশোক বুকে চেপে ন্যায়বিচারের লড়াই করছে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা। এবার তাঁরাই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানিয়ে দিলেন, সঞ্জয় রায়ের (Sanjay Roy) মৃত্যুদণ্ড চাইছেন না। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন একথা বলেন তাঁরা।
হাইকোর্টে (Calcutta High Court) বিরাট দাবি আরজি করের নির্যাতিতার পরিবারের
গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস তাঁকে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছেন। এরপর সঞ্জয়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সিবিআই। সেই মামলায় রাজ্যের আবেদন আদৌ গ্রহণ করা হবে কিনা সেটা নিয়ে আজ হাইকোর্টে শুনানি সম্পন্ন হল।
এদিন সঞ্জয়ের ফাঁসির সাজা নিয়ে আপত্তি জানায় খোদ আরজি করের নির্যাতিতার পরিবার। তিলোত্তমার মা-বাবা জানান, ‘আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না’। জানা যাচ্ছে, আজ আদালতে যখন সওয়াল-জবাব চলছে, সেই সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, তাঁরা সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছেন না।
আরও পড়ুনঃ সঞ্জয়ের ফাঁসি চেয়ে জোড়া মামলা! হাইকোর্টে শুনানি শেষ! কী রায় দিল আদালত?
গত সপ্তাহে শিয়ালদহ আদালতে আরজি কর মামলার রায় ঘোষণার আগে নির্যাতিতার পরিবারের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়। ঠিক এক সপ্তাহ পর তিলোত্তমার পরিবার হাইকোর্টে (Calcutta High Court) জানাল, তাঁরা এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুদণ্ড চাইছে না।
এদিকে জানা যাচ্ছে, আজ হাইকোর্টে সিবিআইয়ের (CBI) তরফ থেকে দাবি করা হয়, রাজ্যের এই মামলা দায়ের করার কোনও এক্তিয়ার নেই। এই এক্তিয়ার সিবিআইয়ের রয়েছে। রাজ্যের তদন্তের ওপর আস্থা ছিল না বলেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। তাহলে এখন কীভাবে সঞ্জয়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য?
পাল্টা রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টে (Calcutta High Court) বলেন, মামলা দায়ের করার এক্তিয়ার রাজ্যের রয়েছে। নিজের বক্তব্যের স্বপক্ষে সুপ্রিম কোর্টের নানান মামলার রেফারেন্সও তুলে ধরেন তিনি। আজ উচ্চ আদালতে এই মামলার শুনানি সম্পন্ন হলেও রায়দান হয়নি। রায়দান স্থগিত রেখেছে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।