পিছিয়ে গেল আরজি কর কাণ্ডের শুনানি! কেন এই সিদ্ধান্ত? জানাল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। বাংলার গণ্ডি পেরিয়ে এখন এটি জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে প্রথম শুনানি হয়েছে। এরপরেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আরজি কর কাণ্ডের শুনানি পিছিয়ে গেল।

হাইকোর্টে (Calcutta High Court) কেন পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি?

আসলে দেশের সর্বোচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত মামলার পর এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হাইকোর্ট করতে পারে না। জুডিশিয়াল প্রোটোকল এটাই বলছে। এদিন আরজি কর কাণ্ডের শুনানিতে এমনটাই বলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)। মামলার শুনানি পিছিয়ে পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

এদিন নির্যাতিতার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট এই ঘটনায় (RG Kar Incident) স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিলেও উচ্চ আদালতের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করেনি। তা সত্ত্বেও শুনানি পিছিয়ে দেওয়াই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি। শীর্ষ আদালতের শুনানির পর দিনক্ষণ ঠিক করা হোক, বলেন তিনি।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিরাট সিদ্ধান্ত! ডাক্তারদের কাছে বড় আবেদন করল AIIMS

আজ নির্যাতিতার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, এখনও অনেক সমাজমাধ্যমে মৃতার ছবি সামনে আনা হচ্ছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকেও নিষেধ করা হয়েছে। একথা শুনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, আজও আমি সকল মিডিয়াকে অনুরোধ করব তারা জনস্বার্থে প্রচার করুক, ধর্ষিতার নাম-পরিচয় প্রকাশ্যে আনা দণ্ডনীয় অপরাধ।

Calcutta High Court

আজ সব পক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্ট (Calcutta High Court) বলে, আগে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে, এরপর হাইকোর্টে শুনানি হবে। আগামী ৪ সেপ্টেম্বর উচ্চ আদালতে পরবর্তী শুনানি রয়েছে। সেদিন মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর