রাজ্য সরকারকে বড়সড় ঝটকা! এবার হাইকোর্ট যা করল, কপালে হাত নবান্নর

বাংলা হান্ট ডেস্ক: আবারো রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় হয়ে ওঠেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবারই রুল জারি করেছে তারা। এবার রুল জারি হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার প্রসঙ্গ উঠতেই রুল জারি করেছে কোর্ট। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা।

আর আইপিএস রাজার থাকার সময়ই আদালত অবমাননার অভিযোগ সামনে আসে। এতে বিপাকে পড়ে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। আদালত অবমাননা জারি করার কারণে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। তিনি চাইলে অবশ্য এই নিয়ে আপিল করা যেত, তবে তিনি তা না করায় রুল জারি করা হয়েছে।

আজ তার সাজা দেওয়া নিয়ে জোর সওয়াল জবাব চলতে থাকে। এরপরই আদালতে উঠে আসে RTI এর কথা। RTI করার পরও জবাব না মেলায় মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি শুনে ব্যপক নারাজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তার কথানুযায়ী, যা ঘটছে তা পুরো রাজ্যের অভ্যাসে পরিণত হচ্ছে। তাই এটাকে কোনো ভাবেই সুযোগ দেওয়া উচিৎ হবেনা।

জানিয়ে রাখি যে, পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা নিয়ে তথ্য জানতে চেয়েই RTI করেন মামলাকারী অভিজিৎ গুপ্তা। কিন্তু তিনি উত্তর পাননি। এরপরই স্টেস্ট পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াকার রাজার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ৭ দিনের মধ্যে RTI এর উত্তর দিতে, কিন্তু তিনি তা না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননা দায়ের করা হয়।

আরও পড়ুন:ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! হেরে গেল জগদ্ধাত্রী? বিরাট রদবদল TRP তালিকায়

পুরো বিষয়টি চলার সময় বেশ ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রধান বিচারপতি। তিনি বলেন, আদালত অবমাননা এরাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে। এজন্য আজ রুল জারি করা হয়। এদিকে এরই মধ্যে কয়েকদিন আগে মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে বসেন সৈয়দ ওয়াকার রাজা। আগের পদে তিনি নেই আর। এখন দেখার কোর্ট কি অ্যাকশন নেয় ওয়াকার রাজার বিরুদ্ধে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর