পর্যাপ্ত পুলিশ না থাকাতেই হিংসার বাড়বাড়ন্ত, মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে কেন্দ্রের দাবি, আগেই সতর্ক…

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকাতেই মুর্শিদাবাদে হিংসা (Murshidabad Violence) বড় আকার ধারণ করে। মুর্শিদাবাদ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করতে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনকে। তিনি বলেন, জেলায় যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন ছিল না। তার জেরেই হিংসা (Murshidabad Violence) এত ব্যাপক আকার নিয়েছিল। এবার জেলায় জেলায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করার ব্যাপারে মন্তব্য করেন তিনি।

মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে কী বলল হাইকোর্ট?

মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন ক্ষতিপূরণের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন আক্রান্তদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা। তিনি প্রশ্ন করেন, যে প্রকল্প রয়েছে তা মেনে ক্ষতিপূরণ দিচ্ছে তো রাজ্য? কারণ সরকার যা পর্যাপ্ত মনে করছে, সেটা হয়তো ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পর্যাপ্ত নাও হতে পারে।

Calcutta high court said this on murshidabad violence

বাহিনীতে আরো পুলিশ নিয়োগের নির্দেশ: পাশাপাশি এদিন হিংসা পরবর্তী পরিস্থিতিয়ে নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন বিচারপতি। এদিকে কেন্দ্রীয় তরফে বলা হয়েছে। আদালত নির্দেশ দিলে জাতীয় তদন্তকারী সংস্থা NIA তদন্ত শুরু করবে মুর্শিদাবাদ (Murshidabad Violence) ইস্যু নিয়ে। এর মাঝেই এদিন হাইকোর্ট পর্যবেক্ষণ রাজ্যের সর্বত্রই প্রয়োজনের তুলনায় কম পুলিশ বাহিনী রয়েছে। এমন পরিস্থিতিতে হিংসাত্মক ঘটনা সামাল দেওয়া কঠিন। পুলিশ বাহিনীতে আরো কর্মী নিয়োগের সময় হয়েছে বলেও মন্তব্য করে আদালত।

আরো পড়ুন : নতুন করে পরীক্ষা নয়, আগের সিদ্ধান্তেই অটল চাকরিহারা ‘যোগ্য’রা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি শিক্ষকদের

আগেই সতর্ক করেছিল কেন্দ্র: শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশেই পুলিশ বাহিনীতে পর্যাপ্ত কর্মী নেই। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকাতেই পহেলগাঁও হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। বিচারপতি তাঁর যুক্তিতে সায় দিলেও বলেন, আপাতত রাজ্য নিয়ে আলোচনা চলছে। এদিকে এদিন মুর্শিদাবাদ (Murshidabad Violence) ইস্যুতে কেন্দ্র রিপোর্ট পেশ করে জানিয়েছে, গত ১৮ এপ্রিল রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে সতর্ক করে জানানো হয়েছিল যে রাজ্যের অত্যন্ত ১৫ টি জায়গায় অশান্তি হতে পারে।

আরো পড়ুন : ‘সাইরেন বাজিয়ে শুরু মারধোর’, শিক্ষকদের গলাধাক্কা পুলিশের, চলল লাঠিচার্জ! রণক্ষেত্র বিকাশ ভবন

এদিন দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের তরফে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আগামী ৩১ শে জুলাই এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X